মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ডিপিএস | Mutual Trust Bank DPS

আমাদের মধ্যে যে বা যারা মিউচুয়াল ব্যাংক এর ডিপিএস সিস্টেম এর সাথে কানেক্ট করতে চান, তারা নিশ্চয়ই Mutual Trust Bank DPS সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে চান।

মূলত, মিউচুয়াল ব্যাংক এর ডিপিএস যে সমস্ত সুযোগ সুবিধা এবং লাভ উপভোগ করতে পারবেন সেই সম্পর্কে আগে থেকে জেনে নেয়া প্রয়োজন আছে।

আর আপনি যদি ব্যাংকের যে ডিপিএস সিস্টেম রয়েছে সে সিস্টেমে টাকা জমাতে চান, তাহলে যে সমস্ত রিকোয়ারমেন্ট এবং একাউন্ট খোলার ক্ষেত্রে যে সমস্ত লাভ উপভোগ করবেন সেই সম্পর্কে এই আর্টিকেলের মাধ্যমে বিস্তারিত জেনে নিতে পারবেন।

মিউচুয়াল ব্যাংক ডিপিএস কত ধরনের?

আপনি যদি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অধীনে সেভিংস একাউন্ট কিংবা কারেন্ট একাউন্ট খুলে থাকেন, তাহলে এই দুইটি একাউন্টের জন্য ভিন্ন ভিন্ন রকমের ডিপিএস অ্যাকাউন্ট বিদ্যমান রয়েছে।

অর্থাৎ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডিপোজিট সিস্টেম রয়েছে, সেই ডিপোজিট সিস্টেম মিউচুয়াল সেভিংস একাউন্ট এবং মিউচুয়াল ব্যাংক কারেন্ট একাউন্ট এর জন্য ভিন্ন রকমের।

এছাড়াও আপনি চাইলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং এই ফিক্স ডিপোজিট একাউন্ট তৈরি করার ক্ষেত্রেও আপনি নানা রকমের সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন।

আপনি যদি মিউচুয়াল ব্যাংক সেভিংস একাউন্ট তৈরী করে থাকেন, তাহলে যে সমস্ত ডিপিএস অ্যাকাউন্ট কিংবা ডিপোজিট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, সেগুলোর নাম নিচে মেনশন করা হলো।

  • এমটিবি কেয়ার
  • এমটিবি এক্সট্রিম সেভিংস একাউন্ট
  • এমটিবি ইন্সপায়ার
  • এমটিবি রেগুলার সেভিংস একাউন্ট
  • এমটিবি সিনিয়র
  • এমটিবি সঞ্চয়

আপনি যদি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একজন সেভিংস একাউন্ট হোল্ডার হয়ে থাকেন, তাহলে উপরে উল্লেখিত ডিপিএস অ্যাকাউন্ট এর মধ্য থেকে যে কোন একটি ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।

এই সমস্ত ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে অবশ্যই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সেভিংস একাউন্ট এর একজন গ্রাহক হবে।

তাহলেই আপনি এই সমস্ত অ্যাকাউন্টগুলির মধ্য থেকে আপনার পছন্দের যে কোন একটি ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।

এছাড়াও আপনি যদি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একজন কারেন্ট একাউন্ট ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে যে ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করতে পারেনন, সে একাউন্টের নাম নিচে মেনশন করা হলো।

এমটিবি কারেন্ট একাউন্ট

একজন কারেন্ট মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক একাউন্ট ব্যবহারকারী হিসেবে, আপনি শুধুমাত্র এমটিবি কারেন্ট একাউন্ট নামে যে ডিপিএস অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং টাকা জমাতে পারবে।

এছাড়াও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে প্রায় সর্বজনীন টাকা জমানোর ক্ষেত্রে তিনটি ডিপিএস অ্যাকাউন্ট বিদ্যমান রয়েছে।

এই তিনটি ডিপিএস একাউন্টে টাকা জমানোর ক্ষেত্রে যে সমস্ত রিকোয়ারমেন্ট এবং অন্যান্য বিষয়াদি রয়েছে সেগুলো সম্পর্কে নিচে আলোচনা করা হলো।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ডিপোজিট স্কিম

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এ যে সমস্ত ডিপোজিট স্কিম রয়েছে কিংবা ডিপিএস অ্যাকাউন্ট রয়েছে যার মাধ্যমে আপনি টাকা জমালে অধিক লাভবান হতে পারেন সেগুলো হলো।

  • এমটিবি কোটিপতি।
  • এমটিভি বিগ ফাইট।
  • এমটিবি মিলিয়নার স্কিম।

মূলত আপনি একজন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারকারী হিসেবে উপরে উল্লেখিত তিনটি একাউন্টে যদি টাকা জমান, তাহলে অধিক লাভবান হতে পারেন।

এমটিবি কোটিপতি ডিপিএস অ্যাকাউন্ট

আপনি যদি ট্রাস্ট ব্যাংকে ডিপিএস একাউন্টের মাধ্যমে ভালো রকম সুযোগ-সুবিধা ভোগ করতে চান, তাহলে এই একাউন্ট ওপেন করতে পারেন।

একাউন্টের ফিচারস

  • একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এককভাবে কিংবা সম্মিলিতভাবে এই একাউন্ট ওপেন করতে পারবেন।
  • এই ডিপিএস অ্যাকাউন্ট আপনি চাইলে সর্বনিম্ন ৪ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ২০ বছরের মধ্যে তৈরি করতে পারবেন।
  • এই ডিপিএস একাউন্টে প্রতি মাসে ২০ তারিখে নগদ থেকে কিংবা যেকোন উপায়ে টাকা জমা দিতে হবে। এছাড়াও ২০ তারিখ যদি কর্মদিবস না থাকে, তাহলে অন্য যেকোনো দিন এই টাকা পরিশোধ করে নিতে হবে।
  • এই একাউন্টের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো, আপনি যদি একাউন্টে পরপর তিনটি কিস্তি জমা দিতে না পারেন। তাহলে আপনার ডিপিএস অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।
  • সময়মতো কিস্তি দিতে না পারলে ২ % হারে ইন্টারেস্ট অথবা ২০০ টাকা অবধি জরিমানা হতে পারে।
  • এছাড়াও এই একাউন্ট এর ইন্টারেস্ট রেট হিসেবে আপনি বিভিন্ন মেয়াদের জন্য ভিন্ন ভিন্ন ইন্টারেস্ট রেট উপভোগ করতে পারবেন।
  • আপনি চাইলে আপনার পছন্দমত যেকোনো এমাউন্ট ব্যাংক একাউন্টে জমা রাখতে পারবেন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ডিপিএস সুবিধা

  • গ্রাহক চাইলে তার জমাকৃত অর্থের ৯০% অবধী লোন সুবিধা নিতে পারবেন।
  • এছাড়াও একাউন্টে নির্দিষ্ট পরিমাণে টাকা জমানোর ক্ষেত্রে আপনি যদি নির্দিষ্ট মেয়াদের জন্য অ্যাকাউন্ট বন্ধ করে দিতে চান।

কিংবা টাকাগুলো নিয়ে নিতে চান, তাহলে যে সমস্ত লাভ উপভোগ করতে পারবেন সেই সম্পর্কে নীচের চার্টে একটি বিস্তারিত তথ্য দেয়া হলো

Monthly installmentPeriodInterest RateMaturity Value
183,598.004 years6.16%1,00,00,000.00
141,411.005 years6.40%1,00,00,000.00
113,982.006 years6.40%1,00,00,000.00
79,424.008 years6.54%1,00,00,000.00
58,893.0010 years6.64%1,00,00,000.00
45,319.0012 years6.74%1,00,00,000.00
31,965.0015 years6.88%1,00,00,000.00
23,626.0018 years6.88%1,00,00,000.00
19,595.0020 years6.88%1,00,00,000.00

উপরে উল্লেখিত চার্ট থেকে আপনি জেনে নিতে পারেন, নির্দিষ্ট পরিমাণে টাকা জমানোর ক্ষেত্রে আপনি এই অ্যাকাউন্ট থেকে কিরকম এর সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন।

এমটিবি বিগ বাইক

মূলত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যে কোন গ্রাহক যদি একটি মাসিক ভিত্তিক ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে এই ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে খুব বেশি পরিমাণে লাভবান হতে পারেন।

লোনের ফিচারস

  • এই ডিপোজিট অ্যাকাউন্ট আপনি চাইলে ৩, ৫,৮ কিংবা ১০ বছরের জন্য তৈরী করতে পারবেন।
  • এই ডিপোজিট একাউন্ট এ আপনি চাইলে সর্বনিম্ন ২৫০ টাকা থেকে শুরু করে, ৫০০ টাকার গুনিতকে আপনার ইচ্ছামত টাকা জমা রাখতে পারবেন।
  • প্রতিমাসের নির্দিষ্ট একটি দিনে টাকা ব্যাংকে জমা রাখতে হবে। আর সেই দিনটি হলো প্রতি মাসের ২০ তারিখ।
  • নির্দিষ্ট দিনে আপনি যদি টাকা দিতে না পারেন তাহলে মোটা অঙ্কের জরিমানা প্রযোজ্য হবে।
  • এই ডিপোজিট একাউন্ট এ যে ইন্টারেস্ট এর পরিমাণ বেশি ইন্টারেস্ট এর পরিমাণ আপনার অ্যাকাউন্টের মেয়াদের উপর নির্ভর করবে।

টাকা জমা রাখার উপর ইন্টারেস্ট

এছাড়াও একাউন্টে টাকা জমা রাখার উপরে যে সমস্ত ইন্টারেস্ট উপভোগ করতে পারবেন তা সম্পর্কে নিচে থেকে জেনে নিন।

Monthly Installment3 Years5 Years8 Years10 Years
2509,89717,67931,47742,450
50019,79435,35862,95484,900
1,00039,58770,716125,907169,800
2,00079,174141,432251,814339,600
5,000197,936353,580629,536849,001

উপরে উল্লেখিত চার্টে স্পষ্ট ভাবে বর্ণনা করা হয়েছে, যে আপনি যদি একাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা জমানো এবং নির্দিষ্ট পরিমাণ মেয়াদ পরে টাকাগুলো তুলতে চান, তাহলে কিরকম ইন্টারেস্ট রেট উপভোগ করতে পারবেন এবং এর পরিমান কিরকম পাবেন এ সম্পর্কে।

এমটিবি মিলিয়নার স্কিম

এছাড়াও এমটিবি মিলিওনার প্ল্যানের মাসিক ডিপোজিট অ্যাকাউন্ট আছে, সেই ডিপোজিট একাউন্ট তৈরি করার মাধ্যমে গ্রাহকরা লাখপতি হতে পারবেন।

একাউন্টে ফিচারস

  • যে কোনো গ্রাহক চাইলে সর্বনিম্ন ৪ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ২০ বছরের মধ্যে এই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
  • গ্রাহকের পছন্দ অনুসারে ব্যাংক একাউন্টে টাকা জমা রাখতে পারবে।
  • টাকা জমা রাখার ক্ষেত্রে আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা জমা না করেন, তা হলে জরিমানা বাবত আপনাকে কিছু টাকা পরিশোধ করতে হবে।

একাউন্টের সুবিধা

  • একাউন্টে টাকা জমানোর উপর ভিত্তি করে, গ্রাহক ৯০% পর্যন্ত লোন সুবিধা নিতে পারবেন।
  • এছাড়াও এই একাউন্টে আপনি যদি নির্দিষ্ট পরিমাণে মাসিক ভিত্তিতে টাকা জমা রাখেন, তাহলে নির্দিষ্ট মেয়াদ পরে যে লাভ উপভোগ করতে পারবেন সেই সম্পর্কে নিম্নলিখিত চার্ট থেকে জেনে নিন।
Monthly installmentPeriodMaturity Value
18,360.004 years1,000,000.00
11,399.006 years1,000,000.00
7,943.008 years1,000,000.00
5,890.0010 years1,000,000.00
4,532.0012 years1,000,000.00
3,197.0015 years1,000,000.00
1,960.0020 years1,000,000.00

এটি হলো মূলত এমটিবি ব্যাংক এ যে মিলিয়নার প্ল্যান স্কিম রয়েছে, সেই প্ল্যানের মাধ্যমে আপনি যদি টাকা জমান তাহলে যে সমস্ত লাভ নির্দিষ্ট সময় করে উপভোগ করতে পারবেন, সেই সম্পর্কে একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

আশাকরি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্ট রয়েছে সেই ডিপিএস অ্যাকাউন্ট সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনি জেনে নিতে পেরেছেন।

Also Read:

Fancy Subscribe Button

Banks-bd.com এখন ইউটিউবে!!

নিত্য নতুন ব্যাংকিং রিলেটেড ইউটিউব ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top