ইসলামী ব্যাংক লোন নেয়ার পদ্ধতি ২০২৪

ইসলামী ব্যাংকের একজন গ্রাহক হিসেবে আপনি যদি ইসলামী ব্যাংক লোন নেয়ার পদ্ধতি সম্পর্কে জানতে চান, তাহলে এই আর্টিকেলটি দেখতে পারেন।

লোন নেয়ার ব্যাপারে যে সমস্ত ব্যাংকগুলো থেকে আপনি যতটা সহজ ভাবে লোন নিতে পারেন, ইসলামী ব্যাংক থেকে যতটা সহজ ভাবে নিতে পারবেন না।

মূলত লোন নেয়ার ব্যাপারটা সহজ না কঠিন হবে সেটা পুরোটাই নির্ভর করবে আপনার প্রতি মাসের ইনকাম এর উপরে। আপনি যত বেশি ইনকাম করবেন তত বেশি লোন নিতে সচেষ্ট হবেন।

ইসলামী ব্যাংক লোন নেওয়া কি সম্ভব?

ইসলামী ব্যাংক থেকে আপনি যদি লোন নিতে চান, তাহলে সরাসরি গিয়ে লোন নেয়ার ব্যাপারে তাদের সাথে শেয়ার করলে তারা হয়তো আপনাকে লোন নাও দিতে পারে।

শুধুমাত্র ইসলামী ব্যাংকের ক্ষেত্রে লোন শব্দটিকে তারা বদলে ফেলে “ইনভেস্টমেন্ট” শব্দে রূপান্তর করেছে। অর্থাৎ তারা আপনাকে কিছু টাকা দিবে সেই টাকার মাধ্যমে আপনি আপনার ব্যবসাকে দাঁড় করাতে পারবেন।

অর্থাৎ লোন ব্যাপারটি আপনি যদি ইসলামী ব্যাংকের সাথে সম্পাদন করতে চান, তাহলে আপনি ইসলামী ব্যাংকের যে কোন একটি সাহায্যে এগিয়ে যখন ইনভেস্টমেন্ট নেয়ার কথা বলবেন তখন তারা আপনার ভাষ্যমতে লোন দেবে।

ইসলামী ব্যাংক লোন নেয়ার পদ্ধতি কি?

আপনি যদি সমস্ত দিক বিবেচনা করার পরে এই সিদ্ধান্তে উপনীত হন যে, আপনার ইসলামী ব্যাংক থেকে ইনভেস্টমেন্ট নেয়া খুবই প্রয়োজনীয়। তাহলে আপনি নিম্নলিখিত স্টেপ ফলো করতে পারেন।

১- ইনভেস্টমেন্ট নেয়ার জন্য প্রথমে আপনার নিকটস্থ কোন ব্রাঞ্চে গিয়ে উপস্থিত হন।

২- তারপরে আপনি যে খাতের জন্য লোন বা ইনভেস্টমেন্ট নিতে চান সেই সম্পর্কে তাদেরকে অবহিত করুন।

৩- যখন আপনি ব্রাঞ্চে গিয়ে উপস্থিত হবেন তখন আপনার স্যালারি স্টেটমেন্ট এবং অন্যান্য আয়ের এর উৎস এর ডকুমেন্টস সাথে নিয়ে যাবেন।

৪- মূলত যদি গ্রাম থেকে শহরে এসে আপনি কোন বাড়ি তৈরি করতে চান, তাহলে আপনাকে আপনার ইনকাম এর সমস্ত ডকুমেন্টস তাদের সামনে উপস্থাপন করতে হবে।

৫- আপনার মাসিক ইনকাম যদি ৫০ হাজারের বেশি হয়, তাহলে আপনি দশ লাখ পর্যন্ত ইনভেস্টমেন্ট নিতে পারবেন এছাড়াও ইনকামের পরিমাণ যত বেশি বাড়বে লোনের পরিমাণ তত বেশি বৃদ্ধি পাবে।

৬- ঠিক একইভাবে ৫০ হাজার টাকার নিচে ইনকামের জন্য আপনি ১০ লাখ টাকার  কম  ইনভেস্টমেন্ট আদায় করতে পারবেন।

৭- ইনভেস্টমেন্ট গ্রহণ করার পরে তাদের যে ইন্টারেস্ট এর পরিমাণ রয়েছে। আর তা হলো পরিমাণ হল ৭.৬০ শতাংশ।

বিভিন্ন খাতে ইনভেস্টমেন্ট এর পরিমান

আপনি যদি একটি বাড়ি তৈরি করার জন্য ইনভেস্টমেন্ট নিতে চান তাহলে ১৬.০০% রিটার্ন রেট আপনার জন্য প্রযোজ্য হবে; এবং ইনভেস্টমেন্ট আপনি তিন বছরের জন্য পাবেন।

এছাড়াও আপনি যে ইনভেস্টমেন্ট নিবেন সেই ইনভেস্টমেন্ট এর টাকার পরিমান আপনার অবস্থানরত এলাকা ভেদে ভিন্ন হতে পারে।

  • মহানগর শহর: ২৫,৪১৮,২৪৭.০০ টাকা।
  • জেলা ও পৌরসভা:  ১৬,৯৪৫,৪৯৮.০০ টাকা।
  • অন্যান্য অঞ্চল: ৮,৪৭২,৭৪৯.০০ টাকা

Car ইন্সুরেন্স এর জন্য ইনভেস্টমেন্ট

আপনি যদি গাড়ি ইন্সুরেন্স এর জন্য ইনভেস্টমেন্ট নিতে চান, তাহলে ৪ থেকে ৫ বছরের মধ্যে এই টাকাগুলো পরিশোধযোগ্য।

মূলত রিকন্ডিশন গাড়ির এর জন্য চার বছর এবং ব্র্যান্ড নিউ গাড়ি জন্য পাঁচ বছরের একটি ইনভেস্টমেন্ট আপনি নিতে পারবেন।

  • রিকন্ডিশন গাড়ির জন্য আপনি ২ মিলিয়ন টাকা বা ২০ লক্ষ টাকা নিতে পারবেন।
  • এবং ব্যান্ড নিউ কার এর জন্য ৩ মিলিয়ন বা ৩০ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট নিতে পারবেন।
  • এই ইনভেস্টমেন্ট যে ব্যক্তি নিতে পারবে তার সর্বনিম্ন ২১ বছর হতে হবে এবং সর্বোচ্চ ৬৫ বছর হতে হবে। তাহলে ওই ব্যক্তি ইনভেস্টমেন্ট নিতে পারবে।

ছোট আকারের ব্যবসার জন্য ইনভেস্টমেন্ট

আপনি যদি ছোটখাটো একটি  ব্যবসা তৈরি করতে চান এবং এই ব্যবসার জন্য ইসলামী ব্যাংক থেকে ইনভেস্টমেন্ট নিতে চান, তাহলে বিভিন্ন ক্ষেত্রে আপনার জন্য বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট প্রযোজ্য হবে।

  • সমস্ত নগর শহর শহর : ০.৫০ মিলিওয়ন বা ৫ লাখ।
  • জেলা এবং পৌরসভা : ০.৩০ মিলিয়ন বা ৩ লাখ।
  • অন্যান্য অঞ্চল : ০.২০ মিলিয়ন বা ২ লাখ।

উপরে উল্লেখিত ইনভেস্টমেন্ট গ্রহণ করার পরে আপনার জন্য ১২% রিটার্ন চার্জ প্রযোজ্য হবে।

এবং ব্যাংক থেকে নেয়া ইনভেস্টমেন্ট ১ বছর এবং সর্বোচ্চ ২ বছরের মধ্যে পরিশোধ করতে হবে।

এছাড়াও বর্তমান সময়ে ইসলামী ব্যাংক থেকে আপনি যদি লোন নিতে চান, তাহলে আরো যে সমস্ত খাতের জন্য লোন নিতে পারবেন বা ইনভেস্টমেন্ট নিতে পারবেন সেগুলো সম্পর্কে আলোচনা করা হলো।

ইনভেস্টমেন্ট সম্পর্কে আরও তথ্য

ইসলামী ব্যাংক লোন নেয়ার পদ্ধতি বা ইনভেস্টমেন্ট নেয়ার পদ্ধতি সম্পর্কে আশা করি আপনি পুরোপুরি জেনে নিতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত পড়ার জন্য।

Fancy Subscribe Button

Banks-bd.com এখন ইউটিউবে!!

নিত্য নতুন ব্যাংকিং রিলেটেড ইউটিউব ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন৷

19 thoughts on “ইসলামী ব্যাংক লোন নেয়ার পদ্ধতি ২০২৪”

  1. অামি সরকারি জব করি। অামার মাসিক ইনকাম ১৫০০০ টাকা অামি পারসোনাল লোন নিতে চাই পাব কীভাবে????

    1. মনে হয় না আপনি এই বেতনের মধ্যে লোন নিতে পারবেন, তারপরেও ইসলামী ব্যাংক কাস্টমার কেয়ার নাম্বারে কল করে বিষয়টি নিশ্চিত হয়ে নিবেন!

  2. Md Azad Hossain

    মাসিক বেতন ১২ হাজার টাকা,(চার বছরের জব)
    ক্ষুদ্র ব্যবসার জন্য ১ লক্ষ টাকা দিবে কি?

    1. জ্বী দেয়া যেতে পারে। ডিটেইলস জানার জন্য আপনার নিকটতম ব্রান্ঞ্চে কিংবা শাখায় চলে যান।

  3. MD khairul Islam

    আমি ডাইভং চাকরি করি মাসে ২০০০০ টাকা কেস পাই আমি কি ব্যংক লোন পাবো

  4. মোঃ রেজাউল করিম

    আমি ১০ বছর একটি প্রাইভেট কোম্পানীতে চাকুরী করিয়াছি কিন্তু ২ মাস আগে চাকুরীটা বাদ দিয়েছি। এখন আমি একটা ব্যাবসা করতে চাচ্ছি এখন আমি কিভাবে ব্যাংক লোন পেতে পারি।

    1. ব্যাংকে চলে যান! সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করুন৷

  5. Ame 40 k beton er akta project e job kore 1 year meyade akhon ame ki 1 lak taka lon pabo.r kono kamanot kare lagbe ki jananen plz

  6. Rubaet Islam

    আমি একজন সরকারি কর্মচারী, আমার মাসিক বেতন ২০, ৫০০ টাকা। আমার বেতন ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমেই গ্রহন করি।
    আমি চাকুরির পাশাপাশি একটা ব্যাবসা চালু করতে চাই সে ক্ষেত্রে আমি কি ইনভেস্টমেন্ট পেতে পারি ? যদি পারি তবে সর্বচ্চো কত টাকা পেতে পারি ? জানাবেন প্লিজ…….

  7. হৃদয় সরকার

    আমি ব্যাবসা করি আমি কি ৫ লাখ টাকা বাড়ির জন্য লোন নিতে পারবো তিন বছরের জন্য

    1. লোন নিতে পারবেন কিনা, সেটা নির্ভর করবে আপনার মাসিক বেতনের উপরে।

    2. Md Moniruzzaman monir

      আপনার নিকটস্থ শাখায় যোগাযোগ করেন

  8. ARIFUR RAHMAN

    আমি একটা প্রাইভেট কোম্পানি চাকরি করি আমার স্যালারি 45000 টাকা আমি ইসলামী ব্যাংক থেকে লোন নিতে চাচ্ছিলাম এবং কিন্তু আমার স্যালারি রকেটে ঢুকে আমি কি লোড নিতে পারব

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top