ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এবং সুবিধা

আপনি যদি ইসলামী ব্যাংকের অধীনে একটি অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে এই আর্টিকেলের মাধ্যমে দেখেনিন ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে।

আজকের এই আর্টিকেলের সম্পূর্ণ আলোচনা করা হবে ইসলামী ব্যাংকের যে সমস্ত ভিন্ন ভিন্ন ক্যাটীগরী রয়েছে, সেই ক্যাটাগরীতে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে।

এছাড়াও এডভান্স টিপস হিসেবে থাকছে, অনলাইনে ঘরে বসে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে সর্বশেষ তথ্য।

ইসলামী ব্যাংক একাউন্ট এর প্রকারভেদ

ইসলামী ব্যাংকের অধীনে আপনি যদি একটি অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে আপনি চাইলে ভিন্ন তিন রকমের একাউন্ট তৈরি করতে পারবেন।

  • কারেন্ট অ্যাকাউন্ট।
  • সেভিংস একাউন্ট।
  • স্টুডেন্ট একাউন্ট।

উপরে উল্লেখিত তিনটি ভিন্ন ভিন্ন ব্যাংক একাউন্টের ক্যাটাগরিতে ভিন্ন ভিন্ন একাউন্ট খোলা যাবে এবং কিভাবে আপনি এই অ্যাকাউন্ট খুলবেন সম্পর্কে এবার জেনে নিন।

কারেন্ট ইসলামী ব্যাংক একাউন্ট

মূলত কারেন্ট ইসলামী ব্যাংক একাউন্ট যেকারো জন্য খোলার ক্ষেত্রে প্রযোজ্য। এই একাউন্টে কোন রকমের ইন্টারেস্ট প্রযোজ্য হবে না।

কারেন্ট ইসলামী ব্যাংক একাউন্ট ব্যবহারকারীরা চাইলে প্রতিদিন লিমিট ছাড়া ট্রানজেকশন করতে পারবেন বা লেনদেন করতে পারবে।

মূলত কারেন্ট ইসলামী ব্যাংক একাউন্ট যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কিংবা আপনার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য ইসলামী ব্যাংকের অধীনে খোলা যাবে।

এবার তাহলে দেখে নিন কারেন্ট ইসলামী ব্যাংক একাউন্ট তৈরি করার ক্ষেত্রে যে সমস্ত রিকোয়ারমেন্ট এর প্রয়োজন হবে সেগুলো সম্পর্কে। অর্থাৎ এই একাউন্ট খুলতে কি কি লাগবে এই সম্পর্কে।

একাউন্ট তৈরীর ডকুমেন্টসঃ

  • গ্রাহকের ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন এর ফটোকপি।
  • গ্রাহকের ২ কপি সদ্য তোলা রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি।
  • নমিনির নির্বাচনকৃত ব্যক্তির একটি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং এক কপি রঙিন ছবি।
  • আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের সার্টিফিকেট বা ই টিন সার্টিফিকেট প্রযোজ্য হবে।

ডকুমেন্টস যদি সঠিক থাকে তাহলে আপনাকে একটি ফরম ফিলাপ করতে হবে । এই ফর্ম আপনি চাইলে ব্যাংক থেকে কালেক্ট করতে পারেন কিংবা তাদের অনলাইন পোর্টাল থেকে কালেক্ট করতে পারেন।

আপনি চাইলে ডাইরেক্টলি নিম্নলিখিত লিঙ্ক থেকে একাউন্ট অপেনিং ফর্ম ডাউনলোড করতে পারেন এবং এটি প্রিন্ট আউট করার মাধ্যমে ফিলাপ করে নিকটস্থ ব্যাংকে জমা দিতে পারেন।

ফরম ডাউনলোড করুন

 

মূলত উপরে উল্লেখিত ফর্ম ডাউনলোড করার সে সেটি যথাযথভাবে ফিলাপ করে নেয়ার পরে প্রিন্ট আউট করে ব্যাংকে জমা দিলে আপনার অ্যাকাউন্ট তৈরি কাজ সম্পাদন হয়ে যাবে।

ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট তৈরীর নিয়ম

 

তবে আপনি যদি ব্যবসায়িক একাউন্ট তৈরী করতে চান, কিংবা ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট তৈরি করার ইচ্ছা করেন, তাহলে বিভিন্ন রকমের ডকুমেন্টস প্রদান করতে হবে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টের প্রকারভেদে ডকুমেন্ট প্রদান করতে হবে।

ব্যবসায়িক একাউন্ট খোলার জন্য যা প্রযোজ্য হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টসঃ

  • গ্রাহকের ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন এর ফটোকপি।
  • গ্রাহকের ২ কপি সদ্য তোলা রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি।
  • নমিনির নির্বাচনকৃত ব্যক্তির একটি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং এক কপি রঙিন ছবি।
  • আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের সার্টিফিকেট বা ই টিন সার্টিফিকেট প্রযোজ্য হবে।

এছাড়াও যা প্রয়োজন হবেঃ

  • আপনার প্রতিষ্ঠান যদি ট্রাস্টেড কোম্পানী হয়,  তাহলে ট্রাস্ট প্রতিষ্ঠান দলিল বা এটি প্রমাণ এর কাগজ।
  • প্রতিষ্ঠান স্কুল-মাদ্রাসা বিশ্ববিদ্যালয় হলে ম্যানেজিং কমিটির রেজুলেশন থাকতে হবে।
  • প্রতিষ্ঠান লিমিটেড কোম্পানি হলে মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস অব এসোসিয়েশন এর সত্যায়িত অনুলিপি।

উপরে মাত্র কয়েকটি ব্যবসায়িক একাউন্ট এর প্রকারভেদ বর্ণনা করা হলো। এবার আপনার প্রয়োজন বেঁধে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য অ্যাকাউন্ট খুলতে চান, সেই সমস্ত প্রতিষ্ঠান বেধে সঠিক দলিল পেশ করতে হবে।

যখন এই সমস্ত ডকুমেন্ট কালেক্ট করা সম্পন্ন হয়ে যাবে তখন আপনি ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট তৈরি করার যে একাউন্ট অপেনিং ফর্ম রয়েছে, সেটি কালেক্ট করে নিতে পারেন।

ডাউনলোড করুন

 

উপরে উল্লেখিত লিংক থেকে ফর্মটি ডাউনলোড করে নিলে তার পরে এটি ফিলাপ করে প্রিন্ট আউট করুন এবং সমস্ত ডকুমেন্ট এর সমন্বয় এই ফর্ম ব্যাংকে জমা দিন।

মূলত উপরে উল্লেখিত ডকুমেন্টস নিয়ে আপনি যদি ইসলামী ব্যাংকে উপস্থিত হন, তাহলে খুব সহজে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন।

ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট

আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন, তাহলে আপনার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার জন্য ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট তৈরি করতে পারেন।

মূলত এই ব্যাংকিং ব্যবস্থা তৈরি করা হয়েছে ছাত্র-ছাত্রীদের উপকারে ব্যাংককে নিয়োজিত করার জন্য। এছাড়াও ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট এর অনেক সুবিধা রয়েছে।

ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট এর সুবিধা

আপনি যদি ইসলামী ব্যাংকের অধীনে একটি স্টুডেন্ট একাউন্ট তৈরি করেন তাহলে যে সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন, সেগুলো নিচে তুলে ধরা হলো।

  • এটিএম চার্জ দিতে হবে না। অর্থাৎ বাৎসরিক এটিএম বুথ থেকে টাকা তোলার ক্ষেত্রে কোন চার্জ দিতে হবে না।
  • ইন্টারনেট ব্যাংকিং একাউন্ট তৈরি করার সুবিধা রয়েছে। মাত্র ১০০ টাকা দিয়ে একাউন্ট তৈরি করা যাবে।
  • যে কোন শাখায় টাকা ট্রান্সফারের সুবিধা।
  • একদম স্বল্পমূল্যে ব্যাংক একাউন্ট তৈরী করার অফুরন্ত সুবিধা, ইত্যাদি।

মূলত একটি স্টুডেন্ট একাউন্ট তৈরি করার ক্ষেত্রে উপরে উল্লেখিত সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন।

তাহলে এবার দেখে নিন একটি স্টুডেন্ট একাউন্ট তৈরি করার ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন হবে সেগুলো সম্পর্কে বিস্তারিত।

স্টুডেন্ট অ্যাকাউন্ট তৈরি ডকুমেন্টঃ

  • গ্রাহকের যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ডের ফটোকপি। না থাকলে জন্মনিবন্ধনের ফটোকপি।
  • ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
  • শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যয়ন পত্র কিংবা সর্বশেষ বেতন এর একটি স্লিপ।
  • যাকে নমিনি হিসেবে নির্বাচন করা হবে তার জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি এবং এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
  • পিতা-মাতা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

মূলত উপরে উল্লেখিত ডকুমেন্টের সহকারে আপনি যদি ইসলামী ব্যাংকের যে কোন একটি শাখায় উপস্থিত হন তাহলে একজন কর্মকর্তা আপনাকে একাউন্ট অপেনিং ফর্ম দিবে।

এবার আপনি যদি ওই একাউন্ট অপেনিং ফর্ম যথাযথভাবে ফিলাপ করে নেন, তাহলে আপনার অ্যাকাউন্ট কয়েকদিনের মধ্যে সচল হয়ে যাবে। এবং আপনি এই একাউন্টের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

আশা করি ইসলামী ব্যাংকের অধীনে যে ভিন্ন তিনটি অ্যাকাউন্ট তৈরি করার ব্যবস্থা রয়েছে সেগুলো সম্পর্কে আপনি বিস্তারিত জেনে নিতে পেরেছেন।

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট তৈরি

আপনি যদি চান তাহলে ঘরে বসে ইসলামী ব্যাংকের অধীনে একটি ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। এতে করে কোন রকমের ভোগান্তি পোহাতে হবে না।

অনলাইনের মাধ্যমে ইসলামী ব্যাংক একাউন্ট তৈরি করার জন্য প্রথমত আপনাকে ইসলামী ব্যাংকের অধীনে তৈরিকৃত একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে।

এন্ড্রয়েড ফোনের জন্য তৈরিকৃত অ্যাপস টি নিম্নলিখিত লিংক থেকে ডাউনলোড করে নিন।

ডাউনলোড করুন

 

উপরে উল্লেখিত লিঙ্ক থেকে অ্যাপসটি ডাউনলোড করা সম্পূর্ণ হয়ে গেলে এই অ্যাপসটি ড্যাশবোর্ডে আপনি চলে যেতে পারবেন, সেখান থেকে রেজিস্ট্রেশন কার্য সম্পাদন করা যায়।

মূলত তার পরেই আপনার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং আপনার ছবি তোলার মাধ্যমে ধাপে ধাপে ব্যাংক একাউন্ট তৈরী করতে পারবেন।

ইসলামী ব্যাংক একাউন্ট খোলার ভিডিও

এই সম্পর্কে পরিপূর্ণ এবং বিস্তারিত তথ্য জেনে নেয়ার জন্য নিম্নলিখিত ভিডিওটি দেখে নিন এবং অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট তৈরীর কাজ সম্পাদন করুন।

উপরে উল্লেখিত ভিডিও এর মাধ্যমে আপনি খুব সহজেই ঘরে বসে সেলফিন অ্যাপ এর মাধ্যমে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন।

আশাকরি, করে বসে কিভাবে ইসলামী ব্যাংকের অধীনে একটি অ্যাকাউন্ট তৈরি করা যায় সে সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পেরেছেন।

Fancy Subscribe Button

Banks-bd.com এখন ইউটিউবে!!

নিত্য নতুন ব্যাংকিং রিলেটেড ইউটিউব ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন৷

89 thoughts on “ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম এবং সুবিধা”

  1. Mohammad Abdullah Al Mamun

    এনআইডি ছাড়া কি জন্ম নিবন্ধন দিয়ে অনলাইনে একাউন্ট খুলা যাবে না?

      1. Sana ullah

        স্যার একাউন্ট খুলতে কি কারো সাহায্য লাগবে যেমন আগে কারো অ্যাকাউন্ট ছিল এমন কেউ কে কি নিতে হবে সাথে

        1. না লাগবেনা! যদি আপনি এপ ব্যবহার করে একাউন্ট খুলেন! তবে ডাইরেক্ট ব্যাংক থেকে খোলার ক্ষেত্রে লাগতে পারে।

      2. শামিম মিয়া

        আমার স্টুডেন্ট একাউন্ট খুলেছি ২০২০ সালে লেনদেন করি নাই এখনো ডেবিট কার্ড পেয়েছি পিন সেট করা আছে এখন আমার কার্ডটি এটিএম বুথে ব্যালেন্স রিস্টট্রাইক দেখাচ্ছে এটা কারন কি, এখন কি ভাবে সমাধান করবো প্লিজ বলবেন 🙏

    1. md samim hosen

      অ্যাকাউন্ট খোলার জন্য কি কোন টাকা দরকার আছে? এটিএম কার্ড এর জন্য কি টাকা নেয়া হয়?

      1. এটিএম কার্ড ফ্রীতে পেয়ে যাবেন৷ অনলাইনে ব্যাংক একাউন্ট খুলতে সেক্ষেত্রে আপনাকে ৫০০ টাকা জমা রাখতে হবে এবং অফলাইনে করলেও একই পরিমাণ টাকা জমা করতে হবে।

  2. Saidul Islam Faisal

    স্টুডেন্ট একাউন্টে ম্যাক্সিমাম কত টাকা জমা রাখতে পারবে?
    একজন স্টুডেন্ট যদি মাসে ৫-৬ লাখ টাকা ইনকাম করে তাহলে সে কি পুরো টাকা ব্যাংকে জমা,রাখতে পারবে?

    1. এত টাকা ইনকাম থাকলে, সেজন্য আপনি সেভিংস একাউন্ট তৈরী করে পুরো টাকা রাখার মতো সুযোগ পেতে পারেন!

  3. Tanvir Hasan

    ১) সর্বোচ্চ কত টাকা রাখা যাবে?
    ২) স্টুডেন্ট একাউন্ট এর মেয়াদ কত বছর থাকবে?

      1. Md. Masrur Rahman Khan

        মেয়াদ কত বছর স্টুডেন্ট এ্যাকাউন্টের?

    1. Amena aker akhi

      Ami Islamic bank account Korte chai taka lender korar jonno oibisoye ki krle vlo hoy er age Ami Kono bank account Kori ni …

    2. Shakerul Islam Shibly

      আমি কি বারবার নবায়ন করে এই একাউন্ট সারাজীবন চালাতে পারবো?

  4. স্বাধীন

    ইস্টুডেন্ট একাউন্ট খুলতে বয়স বিভাজন আছে কি না?

  5. কতবয়েসেরstudentএউএকাউন্টখুলতেপারবে.আরকোনক্লাসেপড়ারউপয়োগিহতেহবে

    1. অনার্স এ ভর্তি হওয়ার আগ অবধী স্টুডেন্ট একাউন্ট খোলা যাবে।

  6. Mmohammad E jewel

    কত টাকা লাগবে সেভিং একাওন্ট খুলতে

  7. Salman Ahmed Sizar

    প্রতিবন্ধীদের কি সুবিধা আছে একাউন্ট খোলার এবং কয় টাকা লাগে

    1. হ্যা, আপনারা চাইলে একাউন্ট খুলতে পারবেন। এজন্য ৫০০ টাকা ইনস্টল ফি দেয়া লাগবে।

  8. Md Mahdi Islam

    স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে টাকা জমা রাখলে কি ব্যাংক ইন্টারেস্ট দিবে?

    1. নাহ৷ সেক্ষেত্রে, আপনাকে সেইরকমের একটি একাউন্ট খুলতে হবে যা ইন্টারেস্ট দিয়ে থাকে৷ ।

  9. Md.Anamul Haque

    যদি অনার্স পড়ুয়া হয়।তাহলে কি একাউন্ট খোলা যাবে।

  10. ফারুক

    সেভিংস একাউন্টে লক্ষ টাকায় বছরে কতটাকা লাভ দেয় ও বিকাশে টাকা আনা-নেওয়া করা যায় কিনা জানাইলে ভাল হয়?

    1. বিকাশে টাকা তোলা যায়। আর লাভের বিষয়টা তখনই প্রযোজ্য হবে যখন আপনি সেরকম কোন একাউন্ট খুলবেন।

  11. স্টুড়েন্ট একাউন্টে কত টাকা জমা রাখা যায়

    1. Tania sultana bushra

      I have finished my undergraduate course could I open a students account in your bank ??

  12. Azhar Abdullah

    সেভিংস একাউন্টে কি এটিএম চার্জ দিতে হবে??

  13. আবু সাইদ

    সেলফিন অ্যাপ থেকে একাউন্ট খুললে এই এ্যাকাউন্ট কি ইসলামী ব্যাংকের মূল অ্যাকাউন্টে প্রযোজ্য হবে? অর্থাৎ এ অ্যাকাউন্ট নাম্বার দিয়েই কি ব্যাংকে গিয়ে চেক বইয়ের মাধ্যমে লেনদেন করতে পারব?

  14. সেভিংস একাউন্টে কি লেনদেন নিয়মিত রাখতে হবে??

  15. রানা ইসলাম

    আমার একটা একাউন্ট আছে ইসলামী ব্যাংক এ।। আর একটা একাউন্ট কি খোলা যাবে অন্য আরেক শাখায়?

    1. আরেক শাখায় খোলা সম্ভব নয়। তবে আপনি চাইলে একই ব্যাংকে বিভিন্ন ক্যাটাগরীর একাউন্ট খুলতে পারবেন। উদাহরণস্বরূপঃ একটি কারেন্ট একাউন্ট থাকলে, আপনি চাইলে সেই একই ব্যাংকে সেভিংস একাউন্ট খুলতে পারবেন।

  16. যাকে নমিনি দিবো যে না গেলে কি হবে ভাই

  17. আমি কাতারে থাকি আমি একটি আ্যাকাইন্ট কিভাবে খুলতে পারি

  18. MD Habibur Rahman Opu

    স্টুডেন্ট একাউন্ট কী ডলার সাপোর্ট করবে ?

  19. Mohammad Opu

    আমি একজন ফ্রিল্যান্সার ডলার সাপোর্ট করার জন্য কি অ্যাকাউন্ড খুলতে পারি এবং মাস্টার কার্ড পাওয়ার জন্য কি করতে পারি

  20. LITON HOSSAIN

    ডেবিট কার্ড ভিসা কার্ড এ গুলো পাবো

  21. মোঃ সিরাজুল ইসলাম

    সেভিংস একাউন্ট এবং ব্যবসায়িক একাউন্ট এর মধে বেশি সুবিধা কোনটিতে?এবং পার্থক্য কি?

  22. Yousuf Jamil

    স্টুডেন্ট একাউন্ট মূলত কোন একাউন্ট? কারেন্ট নাকি সেভিং?

    1. স্টুডেন্ট একাউন্ট হলো স্টুডেন্ট একাউন্টই। কারেন্ট এবং সেভিংস একাউন্ট ভিন্ন।

  23. md selim reza

    কারেন্ট একাউন্ট খুলতে কতো টাকা ফি দিতে হয়,, এবং মেয়াদ কতো দিন থাকলে আবার সে মেয়াদ এর উপর ভিত্তি করে কি কোনো ফি দিতে হয়

    1. অতিরিক্ত কোন ফি নেই। একাউন্ট খুলতে টাকা লাগেনা। একাউন্ট রক্ষনাবেক্ষনের জন্য টাকা লাগে। যা আপমার একাউন্টে জমা থাকবে, এবং একাউন্ট বন্ধ করার পরে আপনি টাকা পেয়ে যাবে।

  24. kousar ali

    সেভিংশ একাউন্টে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে কোন লিমিটেশন আছে এবং সাভিস চার্জ বষরে কতো টাকা কাটে।

  25. Abu Jayed Rahi

    ইসলামী ব্যাংকে নতুন একাউন্ট খুলার প্রথম কয়েকমাস টাকা রাখার কোন বাধ্যবাধকতা আছে কি?

  26. সংগঠনের জন্য একাউন্ট করতে চাই।
    তিন জনের নামে করা যাবে?

  27. আমি সিঙ্গাপুর আছি পারসোনালি একটা একাউন্ট খুলতে চাই যাতে মাসে মাসে কিছু টাকা জমা রাখতে পারি সেজন‍্য কোনটা ভালো হবে??

  28. আসাদুল্লাহ নাঈম

    কোন শাখায় একাউন্ট ওপেন করার পর টাকা জামা বা উত্তোলন সে শাখা থেকে করা জরুরি? নাকি যে কোন শাখায়ই করা যাবে?

  29. অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে একটি শর্ত দেওয়া হয়েছে যে নমিনি হিসেবে একজন দরকার তার ছবি এবং আইডি কার্ড এবং বাবা-মার কি আইডি কার্ড লাগবে এন্ড তাদের ছবি কি লাগবে

  30. আমি কি বিদেশ থেকে টাকা ওঠাতে পারবো?

  31. অনলাইনে একাউন্ট করার পর,কার্ড সংগ্রহ করা যাবে কিভাবে?

  32. SAIFUL ISLAM

    আমি অনার্সে পড়ি, সেক্ষেত্রে আমি কি স্টুডেন্ট একাউন্ট তৈরি করতে পারবো?

  33. কোন অ্যাপ থেকে অ্যাকাউন্ট কলবো

  34. Hlw, online dollar & take lenden korar jonno, ki account chalu korle valo suvidha hobe? bro

    1. ১ পয়সা রাখতে পারবেন। সেক্ষেত্রে, আপনার আগের জমাকৃত টাকা আর বর্তমান ব্যালেন্স সমান টাকা হবে, ৫০০ টাকা ১ পয়সা।

  35. MD. Saiful Islam

    ইসলামী ব্যাংক এ সেভিংস একাউন্ট খোলার কত দিনের মধ্যে চেক বই পাওয়া যায়?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top