সোনালী ব্যাংক মোবাইল নাম্বার এবং হেল্পলাইন নাম্বার

সোনালী ব্যাংক রিলেটেড যেকোনো মতামত কিংবা অভিযোগ প্রেরণের জন্য সোনালী ব্যাংক মোবাইল নাম্বার বা সোনালী ব্যাংক হেল্পলাইন নাম্বার এর প্রয়োজন হয়।

এছাড়াও সোনালী ব্যাংক লোন রিলেটেড কোন তথ্য জেনে নেয়া সহ, নতুন ব্যাংক একাউন্ট রিলেটেড বিভিন্ন তথ্য জেনে নেয়ার জন্য সোনালী ব্যাংক হেল্পলাইন নাম্বার এর প্রয়োজন হয়।

দুর্ভাগ্যজনক হলেও সত্য, অন্যান্য সমস্ত ব্যাংকের হেল্পলাইন নাম্বার হিসেবে একটি স্পেসিফিক নাম্বার দেয়া থাকলেও, সোনালী ব্যাংকে সেরকম কোন স্পেসিফিক ফোন নাম্বার দেওয়া নেই।

এজন্য সোনালী ব্যাংক মোবাইল নাম্বার নিয়ে আমরা অনেকেই সঙ্কায় পড়ে যায়, যে সোনালী ব্যাংক রিলেটেড কোন সমস্যা হলে আমরা কিভাবে কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলবো।

এরই ধারাবাহিকতায় আজকের এই আর্টিকেলের মূলত আলোচনা করা হবে সোনালী ব্যাংক হেল্পলাইন নাম্বার কিভাবে কালেক্ট করবেন, এই রিলেটেড বিভিন্ন তথ্য নিয়ে।

সোনালী ব্যাংক মোবাইল নাম্বার কোনটি?

আমি পূর্বেই বলে রেখেছি, সোনালী ব্যাংকের স্পেসিফিকভাবে তৈরিকৃত কোন মোবাইল নাম্বার নেই। যাতে করে আপনি ২৪ ঘন্টা সেবা নিতে পারবেন।

তবে, সোনালী ব্যাংকে যারা কর্মরত রয়েছেন কিংবা ব্রাঞ্চ ম্যানেজার যারা রয়েছেন, তাদের ফোন নাম্বার আপনি চাইলে কালেক্ট করে নিতে পারেন এবং তাদের সাথে কানেক্টেড হতে পারেন।

সোনালী ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজারে যে সমস্ত অফিসার রয়েছেন, সে সমস্ত অফিসার বর্গের ফোন নাম্বার কালেক্ট করে নিতে চাইলে নিম্নলিখিত লিস্ট এর দিকে নজর দিন।

Branch NameAddressPhone No.Mobile No.Email
Agrabad Corporate br.Sheik Mujib Road, Chittagong88-031-724446,71636088-031-721314[email protected]
B.B. Ave. Corp.br.Banga Bandu Ave., Dhaka88-02-9550284,966654688-02-9555164[email protected]
B.Wapda Corp br.Motijheel, Dhaka, Dhaka88-02-9558920,9552683[email protected]
Barishal Corporate br.Barishal, Barisal88-0431-52152,55150,5518088-0431-52152[email protected]
Bogra Corp. br.Bogra, Bogra88-051-66070,63568[email protected]
Comilla Corporate br.Kotoali, Cumilla88-081-76288,76362[email protected]
Dargagate Corp. br.Sylhet, Sylhet88-0821-717330,716109,813[email protected]
Dhaka Cant.Corp br.Cantonment, Dhaka, Dhaka88-02-9899975,9860068[email protected]
Dilkusha Corporate br.Dilkusha,Dhaka, Dhaka88-02-9563697,9551668[email protected]
Dinajpur corp. BrDinajpur, Dinajpur0531-64694, 6301401755-515216[email protected]
Froeign Exchange CorpDilkusha,Dhaka, Dhaka88-02-9564014,9552180[email protected]
Jessore Corp. Br.Jessore, Jessore0421-68754,65057,61613[email protected]
Khulna Corp. br.Khulna, Khulna041-813294,725435,722437,[email protected]
Laldighi Corp. br.Chittagong, Chittagong88-031-634692,63724288-031-634692[email protected]
Narayangonj Corp. br.Chashara, Narayangonj, Narayangonj88-02-9716685[email protected]
Rajshahi Corp. Br.Rajshahi, Rajshahi88-0721-772358,773330,773[email protected]
Ramna Corporate br.Ramna,Dhaka, Dhaka88-02-861545688-02-8618421[email protected]
Rangpur Corp.BrRangpur, Rangpur88-0521-62335,63192[email protected]
Sadarghat Corp br.Sadarghat,Dhaka, Dhaka88-02-7110778,7121926[email protected]
Shilpa Bhaban Corp br.Dilkusha,Dhaka, Dhaka88-02-9559377,9561252[email protected]
Sylhet Corp. br.Sylhet, Sylhet88-0821-716849,716868[email protected]
Wage Earners corp br.62,Dilkusha,Dhaka, Dhaka88-02-9552080,955205088-02-9556054[email protected]
Prime Minister’s Office Corp. Br.Dhaka, Dhaka88-02-58154940, 88-02-55029578, 88-02-5502956001713-206824[email protected], [email protected]

মূলত, উপরে উল্লেখিত লিস্টে ব্রাঞ্চ এর নাম এবং এই ব্রাঞ্চে কর্মরত যে ব্যাংক ম্যানেজার রয়েছেন ওনার ফোন নাম্বার সহ অন্যান্য যাবতীয় অ্যাড্রেস মেনশন করা হয়েছে।

যাতে করে আপনার আশেপাশে থাকা যেকোনো ব্রাঞ্চ এর ম্যানেজারের ফোন নাম্বার পেতে আপনার কোন অসুবিধা না হয়, এবং উনার সাথে কানেক্টেড হতে আপনার কোন সমস্যা না হয়।

সোনালী ব্যাংক ইমেইল এড্রেস

অন্যান্য ব্যাংক বিভিন্ন ফোন নাম্বার দিয়ে সার্বক্ষণিক সহায়তা করলেও, সোনালী ব্যাংকে ইমেইল এড্রেস এর পরিমাণ সর্বাধিক এবং আপনি ইমেইল এড্রেস দিয়ে তাদের সাথে কানেক্ট হতে পারেন।

সোনালী ব্যাংক থেকে সর্বাধিক সহায়তা পাওয়ার লোকের যেসমস্ত ভিন্ন ভিন্ন ইমেইল এড্রেস বিদ্যমান রয়েছে, সেগুলো সম্পর্কে জেনে নিতে চাইলে প্রথমে নিচের দেওয়া লিংকে ভিজিট করুন।

উপরে উল্লেখিত লিংকে ভিজিট করার পরে এখানে একটি ড্রপডাউন মেনু দেখতে পারবেন, এই ড্রপডাউন মেনু থেকে আপনার পছন্দের সমস্যাটি কিংবা পছন্দের লোকেশন সিলেক্ট করে নিন এবং তারপরে View বাটনে ক্লিক করুন।

সোনালী ব্যাংক মোবাইল নাম্বার এবং হেল্পলাইন নাম্বার

এখান থেকে আপনি হেড অফিস কিংবা ব্রাঞ্চ লোকেশন এ যে সমস্ত ইমেইল এড্রেস রয়েছে সে সমস্ত ইমেইল এড্রেস এর লিস্ট দেখে নিতে পারবেন এবং এগুলোতে ইমেইল করার মাধ্যমে সমস্যার সমাধান নিতে পারবেন।

সোনালী ব্যাংক হেড অফিস

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা সোনালী ব্যাংকের হেড অফিস সম্পর্কে জেনে নিতে চান, যাতে করে এর আশেপাশে কোথাও আপনি অবস্থান করলে সেখানে গিয়ে সমস্যার সমাধান নিতে পারেন।

আর সোনালী ব্যাংক হেড অফিসসহ এই রিলেটেড আরো যে সমস্ত ডকুমেন্টস বিদ্যমান রয়েছে সেগুলো নিচে মেনশন করা হলো।

সোনালী ব্যাংকের হেড অফিস
Sonali Bank Limited Head Office 35-42,44 Motijheel C/A Dhaka -1000 Bangladesh. Pabx - 9550426-31, 33, 34, 9552924 Fax - 88-02-9561410, 88-02-9552007

উপরে উল্লেখিত এড্রেসে আপনি সোনালী ব্যাংকের হেড অফিস খুঁজে পাবেন এবং এখানে উপস্থিত হওয়ার মাধ্যমে সোনালী ব্যাংক রিলেটেড তথ্য জেনে নিতে পারবেন।

আশা করি, সোনালী ব্যাংক মোবাইল নাম্বার কিংবা সোনালী ব্যাংক হেল্পলাইন নাম্বার রিলেটেড যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে আপনি জেনে নিতে পেরেছেন।

Fancy Subscribe Button

Banks-bd.com এখন ইউটিউবে!!

নিত্য নতুন ব্যাংকিং রিলেটেড ইউটিউব ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top