ইসলামী ব্যাংক তাদের গ্রাহকদের কে সর্বাধিক সেবা দেয়ার লক্ষ্যে ইসলামী ব্যাংক হেল্পলাইন নাম্বার বা ইসলামী ব্যাংক কন্টাক্ট নাম্বার সেবা চালু করে রেখেছে।
এতে করে, যেকোন ইসলামী ব্যাংকের গ্রাহকরা চাইলেই ঘরে বসেই ইসলামী ব্যাংক রিলেটেড বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে নিতে পারবেন।
এরই ধারাবাহিকতায় আজকের এই আর্টিকেলে আলোচনা করা হবে ইসলামী ব্যাংক হেল্পলাইন নাম্বার বা ইসলামী ব্যাংক কন্টাক্ট নাম্বার সম্পর্কে। যা অবশ্যই আপনার উপকারে আসবে।
পোস্টের ভিতরে যা থাকছে
ইসলামী ব্যাংক হেল্পলাইন নাম্বার কোনটি?
ব্যাংক বলুন কিংবা যেকোন প্রতিষ্ঠান, তারা তাদের কাস্টমারকে সর্বাধিক সাপোর্ট দেয়ার জন্য বিশেষভাবে তৎপর। এরই ধারাবাহিকতায় প্রত্যেকে একটি হেল্পলাইন নাম্বার চালু করে রাখে।
আর এই হেল্পলাইন নাম্বার এর মাধ্যমে যে কোনো গ্রাহক চাইলে দিনে ২৪ ঘন্টা সপ্তাহে ৭দিন কল করার মাধ্যমে কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলে সমস্যার সমাধান দিতে পারে।
ঠিক এরই ধারাবাহিকতায় ইসলামী ব্যাংক কয়েকটি কাস্টমার কেয়ার নাম্বার চালু করে রেখেছে, যাতে আপনি দিনে ২৪ ঘন্টা এবং সপ্তাহে ৭দিন কল করার মাধ্যমে ব্যাংক রিলেটেড বিভিন্ন ডিটেলস জানতে পারবেন।
ইসলামী ব্যাংকের অধীনে যে কল সেন্টার নাম্বার রয়েছে, সেই কল সেন্টার নাম্বার নিচে মেনশন করা হলো।
ইসলামী ব্যাংক হেল্পলাইন নাম্বার হল: 16259 অথবা 09611016259
মূলত উপরে যে দুইটি কল সেন্টারের নাম্বার মেনশন করা হয়েছে, সেই দুটি নাম্বারে ইসলামী ব্যাংক ব্যবহারকারী কিংবা নতুন গ্রাহক ব্যাংকের বিভিন্ন ডিটেইলস জেনে নিতে পারবেন।
টেলিফোন নাম্বার
এছাড়াও ইসলামী ব্যাংকের অধীনে তৈরিকৃত টেলিফোন নাম্বার এর মাধ্যমে আপনি ব্যাংক থেকে সর্বাধিক সেবা নিতে পারবেন; টেলিফোন নাম্বার নিচে মেনশন করা হলো।
ইসলামী ব্যাংক টেলিফোন নাম্বার: 9563040(Auto Hunting), 9560099, 9567161,9567162, 9569417
Fax নাম্বার
ইসলামী ব্যাংকের যে ফ্যাক্স নাম্বার রয়েছে সেই ফ্যাক্স নাম্বারের মাধ্যমে তাদের সাথে কানেক্টেড হতে পারবেন নিম্নে তাদের ফ্যাক্স নাম্বার দেয়া হল।
ইসলামী ব্যাংক Fax নাম্বার: 880- 2- 9564532, 880 -2- 9568634
সমস্ত কাস্টমার সেবা একসাথে
এছাড়াও ইসলামী ব্যাংকের অধীনে আরো যে সমস্ত হেল্পলাইন সেবা রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য কালেক্ট করুন, নিম্নলিখিত টেবিল এর মাধ্যমে।
GPO Box no | 233 |
Telephone | (02) 9563040(Auto Hunting), 9560099, 9567161,9567162, 9569417 |
Telex | 642525 IBANK BJ 632403 IBANK BJ 671620 IBANK BJ |
Fax | 880- 2- 9564532, 880 -2- 9568634 |
SWIFT | IBBLBDDH |
Cable | ISLAMIBANK |
info@islamibankbd.com | |
Web | http://www.islamibankbd.com |
আশাকরি, উপরে উল্লেখিত উপায়ে আপনি খুব সহজেই ইসলামী ব্যাংক কন্টাক্ট সেন্টার এর সাথে কানেক্ট করতে পারবেন এবং যেকোন সমস্যার সমাধান নিতে পারবেন।
Banks-bd.com এখন ইউটিউবে!!
নিত্য নতুন ব্যাংকিং রিলেটেড ইউটিউব ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন৷
আমি ইসলামি ব্যাংকে একটি টিপিয়েজ করেছি মাসিক জমাকরি ১০০০ টাকা এখন আমি আরু বেসি টাকা রাক্তে চাই তার জন্য কি আমাকে ব্যোংক কি সুবিদা দিতে পারে আমকে কত পার ছেন মুনাফা দিবে ১০০০ টাকা করে করা আছে সেখানে আমি মাসিক ৪০০০ টাকা করে রাখতে চাই পার্বু কি? জানাবেন
এটা ব্যাংক থেকে জেনে নিতে পারবেন! যে ব্রান্ঝে আপনি টাকা জমা রাখতাছেন!
আমি বিগত 14 বছর প্রবাসে আছি। মালাইশিয়া থেকে একাউন্টে টাকা যেতে 10-15 দিন সময় লাগতো তাই আমি আমার বোনের নিকট টাকা পাঠিয়েছি পিন নাম্বারে। তাকে বলেছি টাকাগুলি আমার একাউন্টে জমা করে দিতে। 2018 সালে আমি দেশে যাই জরুরি ছুটি নিয়ে। দেশে যেয়ে ব্যাংকে গিয়ে যানতে পারি আমার একাউন্ট বন্ধ । আমি ব্যাংক কর্মকর্তাকে বলি একাউন্ট টি রি ওপে করতে কিন্তু অফিসার আমাকে বলেন সব কিছু নতুন করে কাগজপএ করতে হবে। সময়ের সল্পতার কারনে আমি প্রবাসে ফিরে আসি। এখন আমি কি করলে আমার একাউন্ট টি রি ওপেন হবে?? দ য়া করে যানাবেন😔😔
জ্বি যাবে।
ইসলামীব্যাংক বগুড়া শাখা আমার একটা MMSআছে ৫০০০/-টাকা ১০ বছর মেয়াদ শেষে আমি প্রায় কত টাকা পেতে পারি?
সেটা ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তিরা নির্ধারণ করবেন।
আমি সেলফিন একাউন্ট এর মাধ্যমে একটি ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে চাই কিন্তু আমার সমস্যা হচ্ছে যে থানার অপসন আসতেছে না
অনুগ্রহ করে আবার চেষ্টা করুন, তাহলে আশা করা যায় কাজ হয়ে যাবে…!