ব্যাংক এশিয়া একাউন্ট চেক – Bank Asia Account Balance Check

আমাদের মধ্যে যে বা যারা ব্যাংক এশিয়ার একটি অ্যাকাউন্ট তৈরি করে রেখেছেন তাদের জন্য ব্যাংক এশিয়া একাউন্ট চেক করে নেয়া বা Bank Asia Account Balance Check খুবই জরুরী একটি বিষয়।

আপনি চাইলে ভিন্ন তিনটি উপায়ে খুব সহজে ব্যাংক এশিয়া একাউন্ট ব্যালেন্স চেক করে নিতে পারবেন, এবং কিভাবে একাউন্ট চেক করবেন এই রিলেটেড যাবতীয় ডিটেইলস সম্পর্কে আজকের এই আর্টিকেলে আলোচনা করা হবে।

ব্যাংক এশিয়া একাউন্ট চেক

আমি শুরুতেই বলেছি আপনি চাইলে ভিন্ন তিনটি উপায়ে খুব সহজেই ব্যাংক এশিয়া ব্যালেন্স চেক করে নিতে পারবেন আর সেই তিনটি উপায় হলো।

  • এসএমএসের মাধ্যমে ব্যাংক
  • এশিয়া অ্যাপসের মাধ্যমে
  • ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে

উপরে যে তিনটি উপায়ে মেনশন করা হয়েছে, এই তিনটি উপায়ের মধ্যে থেকে আপনি চাইলে যেকোনো একটি উপায় ব্যাংক এশিয়ার ব্যালেন্স চেক করে নিতে পারবেন।

তাহলে আর দেরি না করে এখনি দেখা যাক কিভাবে উপরে উল্লেখিত তিনটি উপায়ে ব্যালেন্স চেক করা সম্ভব।

এসএমএসের মাধ্যমে Bank Asia Account Balance Check

ব্যাংক এশিয়া অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনাকে ফোন নাম্বার কালেক্ট করা হয়েছিল কিংবা একাউন্টে টাকা আসার পরে যে সিমের নাম্বারে মেসেজ আছে, সেই সিম নাম্বার থেকে আপনি একাউন্ট চেক করে নিতে পারবেন।

খুব সহজে এসএমএস করার মাধ্যমে ব্যাংক এশিয়া একাউন্ট ব্যালেন্স চেক করার জন্য প্রথমত আপনার ফোনের ম্যাসেজ অপশনে চলে যান এবং তারপরে নিম্নলিখিত উপায় মেসেজ করুন।

ACC { Code} {Source A/C} [ e mail] [ starting tran. Date] [ ending trans. date] Send to 6969

ম্যাসেজটি নিম্নলিখিত নিয়মে সেন্ড করতে হবে।

  • SOURCE A/C : এই জায়গায় আপনার অ্যাকাউন্ট নাম্বার।
  • Pin Code: এটিএম বুথ কিংবা আপনাকে যে কার্ড দেয়া হয়েছিল, সেই কার্ডের মাধ্যমে আপনি যে টাকা তুলার সময় যে সেই পিন নাম্বার ব্যবহার করেন সে নাম্বার।
  • Email: এখানে আপনার একটি ইমেইল এড্রেস দিতে হবে, ইমেইলের মাধ্যমে মেসেজ সেন্ড করা হবে।
  • starting tran. Date: ট্রানজেকশন যেদিন থেকে শুরু হবে তার তারিখ।
  • ending trans. date: যেদিন ট্রানজেকশন শেষ হবে তার তারিখ।
  • মূলত উপরে উল্লেখিত বিধিনিষেধ অনুযায়ী এসএমএস সেন্ড করে দিতে হবে 6969 নাম্বারে।

তাহলে ফিরতি এসএমএস এর মাধ্যমে সব কিছু ঠিক থাকলে, আপনার একাউন্ট ব্যালেন্স চেক করা হয়ে যাবে।

ব্যাংক এশিয়া অ্যাপসের মাধ্যমে ব্যালেন্স চেক

আপনি চাইলে ব্যাংক এশিয়া এর যে অফিশিয়াল অ্যাপ রয়েছে, সে অফিশিয়াল ওয়েবসাইট মাধ্যমে আপনার একাউন্ট ব্যালেন্স চেক করে নিতে পারবেন।

অ্যাপসের মাধ্যমে একাউন্ট ব্যালেন্স চেক করার জন্য, প্রথমত নিম্নলিখিত লিংক থেকে ব্যাংক এশিয়া অফিশিয়ালস রয়েছে সেই অ্যাপটি ডাউনলোড করে নিন।

ব্যাংক এশিয়া স্মার্ট অ্যাপ নামের যে এপ রয়েছে, এই অ্যাপসটি ডাউনলোড করা সম্পন্ন হয়ে গেলে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিন; অ্যাকাউন্ট তৈরি করার জন্য Register Here যে বাটন রয়েছে এতে ক্লিক করুন।

তারপরে আপনার নির্দিষ্ট ইনফরমেশন দিয়ে একাউন্ট তৈরির কাজ সম্পন্ন করে নিন।

ব্যাংক এশিয়া একাউন্ট চেক | Bank Asia Account Balance Check

রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে রেজিস্ট্রেশন করার সময় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয়ার মাধ্যমে লগ-ইন করে নিন।

তাহলে আপনি এই অ্যাপসটির ড্যাশবোর্ডে চলে আসতে পারবেন এবং অ্যাপসটির ড্যাশবোর্ডে A/c Balance নামের অপশন রয়েছে, এতে ক্লিক করার মাধ্যমে আপনার একাউন্ট ব্যালেন্স চেক করে নিতে পারবেন।

"<yoastmark

আর উপরে উল্লেখিত উপায়ে আপনি চাইলে Bank Asia স্মার্ট অ্যাপসের মাধ্যমে একাউন্ট ব্যালেন্স চেক করে নিতে পারবেন।

মনে রাখবেনঃ এই এপসে একটি অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন, সে ইউজার আইডি এবং পাসওয়ার্ড কারো সাথে কখনোই শেয়ার করবেন না।

কারণ কেউ যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড জেনে যায় তাহলে সে খুব সহজেই আপনার অ্যাকাউন্টের এক্সেস নিতে পারবে।

যেহেতু এই অ্যাপসটির মাধ্যমে ব্যাংক এশিয়া একাউন্ট এর সমস্ত কাজ নিয়ন্ত্রণ করা যায়, সে জন্য কেউ যদি এই অ্যাপসটির ইউজার আইডি এবং পাসওয়ার্ড জেনে নেয় তাহলে সে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কন্ট্রোল করতে পারবে।

সেজন্য একাউন্ট তৈরীর সময় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, সেটির নির্দিষ্ট সুরক্ষিত স্থানে রেখে দিন এবং এটি কখনো কারো সাথে শেয়ার করবেন না।

ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে একাউন্ট চেক

এছাড়াও ব্যাংক এশিয়া ইন্টারনেট ব্যাংকিং যে সেবা রয়েছে, সে ইন্টারনেট ব্যাংকিং একাউন্ট এর মাধ্যমে আপনি চাইলে ব্যালেন্স চেক করে নিতে পারবেন।

এজন্য প্রথমত আপনাকে ব্যাংক এশিয়ার অধীনে একটি ইন্টারনেট ব্যাংকিং একাউন্ট তৈরি করতে হবে, আর ইন্টারনেট ব্যাংকিং একাউন্ট কিভাবে তৈরি করবেন সেই সম্পর্কে জানতে হলে নিম্নলিখিত আর্টিকেলটি দেখে নিন।

Bank Asia Internet Banking একাউন্ট কিভাবে খুলবেন?

যখনই উপরে উল্লেখিত উপায়ে আপনি ব্যাংক এশিয়া ইন্টারনেট ব্যাংকিং একাউন্ট তৈরি করে নিবেন, তখন যথাযথ নিয়ম অনুযায়ী একাউন্টে লগইন করুন, তাহলেই আপনার একাউন্ট ব্যালেন্স চেক করে নিতে পারবেন।

আশা করি; কিভাবে খুব সহজে Bank Asia Account Balance Check করে নিতে হয় সে সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পেরেছেন।

Fancy Subscribe Button

Banks-bd.com এখন ইউটিউবে!!

নিত্য নতুন ব্যাংকিং রিলেটেড ইউটিউব ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন৷

6 thoughts on “ব্যাংক এশিয়া একাউন্ট চেক – Bank Asia Account Balance Check”

  1. ওমর ফারুক

    আমি আমার একাউন্ট বলে লেন্স চেক করো কিভাবে

    1. এখানে যে নির্দেশনা দেয়া রয়েছে, এভাবে আপনি একাউন্ট চেক করতে পারবেন।

  2. MD Abdul Motalebt

    আমি অনেক দিন আগে একটি একাউন্ট খুলেছিলাম কিন্তু আমি সেটি ব্যবহার করিনি আমি জানতে চাই সেটি কি খোলা আছে কিনা একাউন্ট নাম্বার আমার কাছে আছে চাইলে দিতে পারি । দয়া করে একটু জানাবেন।

    1. একাউন্ট থেকে লেনদেন না করলেও, একাউন্ট সচল থাকবে যতক্ষননা আপনি একাউন্টটি বন্ধ করবেন।

  3. md aslam

    আমি রেজিস্ট্রার করতে পারছিনা। কিসের আইডি চাচ্ছে এখানে?

    1. এখানে আপনার ইন্টারনেট ব্যাংকিং একাউন্ট খোলার সময় যে, আইডি আপনি দিয়েছিলেন, সেই আইডি চাইতাছে..!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top