UCB Bank Dps | ইউসিবি ব্যাংক ডিপিএস

আমাদের মধ্যে যে বা যারা ইউসিবি ব্যাংকের মাধ্যমে টাকা জমাতে চান এবং নির্দিষ্ট সময়সীমার পরে লাভবান হতে চান, তাদের কাছে UCB Bank Dps সম্পর্কে জেনে নেয়া দরকার।

আর আপনি যদি ইউসিবি ব্যাংক ডিপিএস সিস্টেমের মাধ্যমে টাকা জমাতে চান , তাহলে এক্ষেত্রে আপনার জন্য কি রকমের ইন্টারেস্ট রেট এবং লাভ নির্ভর করবে সেই সম্পর্কে জেনে নিতে পারবেন এই আর্টিকেলের মাধ্যমে।

UCB Bank Dps এর প্রকারভেদ

আপনি হয়তো অন্যান্য ব্যাংকে এই বিষয়ে লক্ষ্য করেছেন যে, ডিপিএস সিস্টেমে টাকা জমানোর ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রকারভেদ এর জন্য বিভিন্ন রকমের একাউন্ট এর প্রয়োজন হয়।

ঠিক একই রকমভাবে আপনি যদি ইউসিবি ব্যাংকে ডিপিএস সিস্টেম এর মাধ্যমে টাকা জমান, তাহলে মোট ৪টি প্রকারভেদ এর মধ্যে ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন।

আর এই চারটি ডিপিএস একাউন্টের ধরন হক নিম্নে দেয়া হল।

  • ইউসিবি সুপার ফ্লেক্স ডিপিএস
  • ইউসিবির মহিলাদের ডিপিএস প্লাস
  • ইউসিবি ইয়ংস্টার ডিপিএস
  • ইউসিবি এনআরবি ডিপিএস প্লাস

মূলত উপরে উল্লেখিত চারটি ডিপিএস একাউন্টে আপনি ইউসিবি ব্যাংকে ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করার সুবিধা পাবেন।

তাহলে এবার দেখে নেয়া যাক, এই সমস্ত একাউন্টে মধ্যে থেকে কোন একাউন্টে টাকা জমানোর ক্ষেত্রে আপনি বেশি লাভ এবং অন্যান্য বিষয়ে বেশি সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন।

ইউসিবি সুপার ফ্লেক্স ডিপিএস

আপনি যদি আপনার ভবিষ্যতের জন্য টাকা সেভ করে রাখতে চান, তাহলে প্রতি মাসে টাকা জমানোর ক্ষেত্রে ইউসিবি ব্যাংকের এই ডিপিএস সিস্টেম উপভোগ করতে পারেন।

ডিপিএস এর ফিচারস

  • আপনি চাইলে ৩,৫,৭ এবং ১০ বছরের জন্য টাকা জমাতে পারবেন।
  • প্রতিমাসে আপনি চাইলে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত থাকবে।
  • টাকা জমানোর পরে এসএমএস এবং ই-মেইল এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া হবে, যে টাকা জমানো হয়েছে।
  • এছাড়াও দিনে ২৪ ঘন্টা সপ্তাহের ৭ দিন আপনি টাকা জমাতে পারবে।
  • ডিপিএস অ্যাকাউন্ট বন্ধ না করে,আমানত রাখার ৪০% সুবিধা গ্রহণ করতে পারবেন, বিভিন্ন রকমের আর্থিক প্রয়োজনীয়তা পূরণ করতে পারবেন।

ডিপিএস এর লাভ

ব্যাংকের সিনিয়র মহিলা এবং রেগুলার কাস্টমারের ক্ষেত্রে বিভিন্ন রকমের সুযোগ-সুবিধা দেয়া হবে।

প্রতিমাসে ৫০০ টাকা যদি আপনি জমা রাখেন, তাহলে ৩ বছর ৫ বছর কিংবা ১০ বছর পরে কি রকম সুযোগ-সুবিধা পাবেন, সেটি সম্পর্কে একটি চার্ট নিচে দেয়া হল।

Tenure3 Years 5 Years10 Years
Regular Customer
Maturity Value (tk.) for 500 taka instalment size
19,76635,52887,047
Women Customer
Maturity Value (tk.) for 500 taka instalment size
19,84535,76687,047
Senior Citizen Customer
Maturity Value (tk.) for 500 taka instalment size
19,84535,766Not Available

আপনি যদি ব্যাংকের একজন রেগুলার কাস্টমার, মহিলা কাস্টমার কিংবা সিনিয়র সিটিজেন কাস্টমার হয়ে থাকেন, তাহলে উপরে উল্লেখিত চার্ট অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার পরে আপনার একাউন্টে টাকা জমা হবে।

ইউসিবির মহিলাদের ডিপিএস প্লাস

এই ডিপিএস সুবিধা মূলত শুধুমাত্র মহিলাদের জন্য প্রযোজ্য। আপনি যদি ইউসিবি ব্যাংকের একজন মহিলা কাস্টমার হয়ে থাকেন তাহলে এই UCB Bank Dps এর মাধ্যমে টাকা জমাতে পারবেন।

অ্যাকাউন্টের ফিচারস

  • আপনি চাইলে ১০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫,০০০ টাকা জমা রাখতে পারবেন।
  • এছাড়াও আপনি চাইলে ৫,৭ কিংবা ১০ বছরের সময়সীমার মধ্যে টাকা জমা রাখতে পারবেন।

ডিপিএস এর লাভ

টাকা জমা করার পরে নির্দিষ্ট সময়সীমার পর কি রকম লাভ উপভোগ করতে পারবেন সেগুলো সম্পর্কে নিচে নিচে একটি ধারণা দেয়া হলো।

একাউন্টে আপনি যদি প্রতিমাসে ৫০০ টাকা করে জমা রাখেন, তাহলে নির্দিষ্ট সময়সীমার পরে যে রকম লাভ উপভোগ করতে পারবেন সেটি নিচে মেনশন করা হলো।

  • ৫ বছর পরে একাউন্টে মোট টাকার পরিমান হবে, ৩৫,৫৮৮ টাকা।
  • ৭ বছর পরে একাউন্টে মোট টাকার পরিমান হবে ৫৩,৮৯৩ টাকা।
  • ১০ বছর পরে একাউন্টে মোট টাকার পরিমান হবে ৮৭,১৭৮ টাকা।

আর এটি হলো মূলত ইউসিবি ব্যাংকে যে মহিলা ডিপিএস প্লাস সেবা রয়েছে, সেই মহিলা ডিপিএস প্লাস সেবার সর্বশেষ।

ইউসিবি ব্যাংক তরুণদের ডিপিএস

এছাড়াও আপনি যদি আপনার তরুনদের জন্য UCB Bank Dps অ্যাকাউন্ট তৈরি করে নিতে চান, তাহলে ইউসিবি ব্যাংকের যে তরুণ শিশুদের জন্য ডিপিএস সিস্টেম রয়েছে সেটিকে সিস্টেমের আওতাধীনে নিজেকে আনতে পারেন।

ডিপিএস এর ফিচারস

  • যে ব্যক্তি একাউন্ট খুলবে সেই ব্যক্তির বয়স সীমা ৬ থেকে ১৮ বছরের মধ্যে হতে হবে এর বেশি বয়স হয়ে গেলে এই অ্যাকাউন্ট তৈরি করা যাবে না।
  • যে এই একাউন্ট খুলবে সে অবশ্যই বাংলাদেশের যেকোনো একটি প্রতিষ্ঠানের ছাত্র হতে হবে।
  • ১০০ টাকা থেকে শুরু করে ইচ্ছামত একাউন্টে টাকা জমা রাখা যাবে।

ডিপিএস এর লাভ

এছাড়াও টাকা জমা রাখার ক্ষেত্রে আপনি যে লাভ উপভোগ করতে পারবেন নির্দিষ্ট সময়সীমার পরে সেটি সম্পর্কে নিচে একটি দেয়া হলো।

মূলত, আপনি যদি ৫০০ টাকা করে অ্যাকাউন্টে জমা রাখেন, তাহলে ৫, ৭ কিংবা 10 বছর পরে অ্যাকাউন্টটিতে টাকার পরিমাণ যতটুকু হবে সেই সম্পর্কে নিচে মেনশন করা হলো।

  • ৫ বছর পরে একাউন্টে মোট টাকার পরিমান হবে ৩৫,৫৮৮ টাকা।
  • ৭ বছর পরে একাউন্টে মোট টাকার পরিমান হবে ৫৩,৮৯৩ টাকা।
  • ১০ বছর পরে একাউন্টে মোট টাকার পরিমান হবে ৮৭,১৭৮ টাকা

ইউসিবি এনআরবি ডিপিএস প্লাস

এছাড়া আপনি যদি এই এই ডিপিএস সিস্টেমে টাকা জমাতে চান, তাহলে কি রকমের সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন সেগুলো সম্পর্কে নিচে থেকে জেনে নিন।

ডিপিএস এর ফিচারস

  • ব্যক্তিকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে।
  • ব্যক্তির বয়স অবশ্যই ১৮ বছর বা এর উর্ধ্বে হতে হবে।
  • একাউন্টে আপনি চাইলে সর্বনিম্ন ১০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫,০০০ টাকা জামাতে পারবেন।

ডিপিএস একাউন্টের লাভ

এছাড়াও আপনি যদি প্রতিমাসে ৫০০ টাকা করে অ্যাকাউন্টে জমা রাখেন, তাহলে একাউন্টে টাকা জমা রাখার নির্দিষ্ট সময়সীমার পরে যত টাকা আপনি একসাথে পাবেন সেই সম্পর্কে একটি ধারণা নিচে দেয়া হল।

  • ৫ বছর পরে একাউন্টে মোট টাকার পরিমান হবে ৩৫,৩৬৫ টাকা।
  • ৭ বছর পরে একাউন্টে মোট টাকার পরিমান হবে ৫৩,৪১৩ টাকা
  • ১০ বছর পরে একাউন্টে মোট টাকার পরিমান হবে ৮৬,০৪২ টাকা

আরে এটিই হলো, ইউসিবি ব্যাংকের ডিপিএস সিস্টেম রয়েছে, সেই UCB Bank Dps সিস্টেম সম্পর্কে বিস্তারিত আলোচনা।

আশা করি আপনি UCB Bank Dps সম্পর্কে জেনে নিতে পেরেছেন।

Also Read:

Fancy Subscribe Button
     

Banks-bd.com এখন ইউটিউবে!!

     

নিত্য নতুন ব্যাংকিং রিলেটেড ইউটিউব ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top