Bank asia Balance check by sms | ব্যাংক এশিয়া ব্যালেন্স চেক

আপনি যদি ব্যাংক এশিয়া এর সাথে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করেন তাহলে ব্যাংক ব্যালেন্স চেক করার জন্য আপনি চাইলে Bank asia Balance check by sms প্রসেস ফলো করতে পারেন।

আপনি হয়তো এই সম্পর্কে অবগত আছেন যে আপনি চাইলে বিভিন্ন উপায়ে আপনার ব্যাংকে একাউন্ট ব্যালেন্স চেক করে নিতে পারেন।

এক্ষেত্রে আপনি চাইলে ব্যাংক এশিয়া অ্যাপস কিংবা ব্যাংক এশিয়া ব্রাঞ্চ বা শাখা রয়েছে সেখানে ,উপস্থিত হওয়ার মাধ্যমে আপনার একাউন্ট ব্যালেন্স চেক করে নিতে পারেন।

এছাড়াও আপনি চাইলে ঘরে বসে মোবাইল এসএমএস করার মাধ্যমেও খুব সহজে আপনার অ্যাকাউন্ট ব্যালান্স সম্পর্কে আপনি জেনে নিতে পারেন।

এই আর্টিকেলের মূলত আলোচনা করা হবে কিভাবে আপনি চাইলে খুব সহজেই Bank asia Balance check by sms করতে পারবেন।

পোস্টের ভিতরে যা থাকছে

Bank asia Balance check by sms

এসএমএসের মাধ্যমে আপনি যদি একাউন্ট ব্যালেন্স চেক করে নিতে চান তাহলে আপনাকে অবশ্যই ব্যাংক এশিয়া একাউন্ট খোলার ক্ষেত্রে এসএমএস ব্যাংকিং রেজিস্ট্রেশন করে নিতে হবে।

অর্থাৎ আপনি যে সিম দিয়ে আপনার ব্যাঙ্ক এসে অ্যাকাউন্ট তৈরি করেছিলেন সেই সিম থেকে এসএমএস ব্যাংকিং রেজিস্ট্রেশন করে নিতে হবে।

এবার আপনি ব্যাংকে একাউন্ট খোলার সময় যে ফোন নাম্বার দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করেছিলেন সেই ফোন নাম্বারটি সাথে রাখুন এবং নিম্নলিখিত পদক্ষেপ অনুসরণ করুন।

এসএমএসের মাধ্যমে ব্যালেন্স চেক করে নেয়ার জন্য আপনাকে যে উপায়ে মেসেজ করতে হবে; সেই উপায়টি নিচে মেনশন করা হলোঃ

মেসেজ করে একাউন্ট ব্যালেন্স চেক করার জন্য প্রথমত আপনার ফোনে যে মেসেজ অপশন রয়েছে, সেই মেসেজ অপশনে চলে যান এবং তারপরে নিম্নলিখিত মেসেজের মত আপনার মেসেজটি টাইপ করে নিন।

SMS Process

ACC { Code} {Source A/C} [ e mail] [ starting tran. Date] [ ending trans. date] Send to 6969

এসএমএস সেন্ড করার জন্য আপনাকে, উপরে যে মেসেজটা দেয়া হয়েছে সেই মেসেজটি কিছু পরিবর্তন করে সেন্ড করে দিতে হবে।

ম্যাসেজটি আপনি যদি পরিবর্তন করেন তাহলে আপনাকে যেভাবে পরিবর্তন করতে হবে সেই পরিবর্তনের একটি প্রতিরূপ নিচে তুলে ধরা হলো।

Pin: আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে পিনকোড রয়েছে ; সেই পিনকোড এই লেখাটি মুছে লিখতে হবে।

Source Account: এই লেখাটি মুছে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার টি বসিয়ে দিতে হবে।

Email: আপনার অ্যাকাউন্ট রিলেটেড এর যদি কোন ইমেইল থেকে থাকে তাহলে আপনি চাইলে এই অপশনটি ফিলাপ করতে পারেন অথবা আপনি চাইলে এটি স্কিপ করে যেতে পারেন।

অর্থাৎ অপশনাল হিসেবে আপনি চাইলে ইমেইল যে লেখাটির রয়েছে সেই লেখাটা ফিলাপ করতে পারেন অথবা এই লেখাটি মুছে দিতে পারেন।

এবং এর পরের দুইটা অপশনের মধ্যে থেকে একটি অপশন এ আপনার ট্রানজেকশন শুরু হওয়ার তারিখ এবং ট্রানজেকশন শেষ হওয়ার তারিখ মেনশন করে দিতে হবে।

এবং সর্বশেষে এই মেসেজটি পাঠিয়ে দিতে হবেঃ 6969 নাম্বারে।

সবকিছু যদি ঠিক থাকে , তাহলে আপনি ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনার একাউন্টের যত পরিমান ব্যালেন্স রয়েছে, সেই ব্যালান্স সম্পর্কে জেনে নিতে পারবেন।

আর এটাই হল মূলত, Bank asia Balance check by sms সম্পর্কে তথ্য।

Also Read:

Fancy Subscribe Button
     

Banks-bd.com এখন ইউটিউবে!!

     

নিত্য নতুন ব্যাংকিং রিলেটেড ইউটিউব ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top