ডাচ বাংলা ব্যাংক ডিপিএস | Dutch Bangla Bank Dps

আমাদের মধ্যে যে বা যারা ডাচ বাংলা ব্যাংকে টাকা জমাতে চান, তারা নিশ্চয়ই ডাচ বাংলা ব্যাংক ডিপিএস সম্পর্কে বিস্তারিত জেনে নিতে চান।

Dutch Bangla Bank Dps সিস্টেমের মাধ্যমে আপনি যদি টাকা জমান, তাহলে কিরকমের সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন সে সম্পর্কে জানার প্রয়োজন রয়েছে।

আজকে নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ডাচ বাংলা ব্যাংক ডিপিএস সিস্টেম সম্পর্কে এবং কিভাবে এই ডিপিএস অ্যাকাউন্ট খুলবেন এ সম্পর্কে।

এছাড়াও আলোচনা করা হবে একাউন্ট খোলার ক্ষেত্রে আপনি কি রকম সুযোগ-সুবিধা পাবেন, সেই সম্পর্কেও আলোচনা করা হবে।

ডাচ বাংলা ব্যাংক ডিপিএস এর প্রকারভেদ

আপনি চাইলে ডাচ বাংলা ব্যাংক অধীনে মোট ৫ ধরনের ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এবং একাউন্টের মাধ্যমে টাকা জমাতে পারবেন।

ডাচ বাংলা ব্যাংকের যে ৫ ধরনের ডিপিএস অ্যাকাউন্ট রয়েছে, সে সমস্ত ডিপিএস একাউন্টের নাম নিচে মেনশন করা হলো।

  • ডিপেজিট প্লাস স্কিম।
  • পর্যায়ক্রমিক বেনিফিট স্কিম (পিবিএস)
  • বোচোর ডেরগুন স্কিম (বিডিএস)
  • শিশুদের শিক্ষা সন্ঞ্চয় প্রকল্প।
  • পেনশন প্লাস।

উপরে উল্লেখিত ডিপিএস অ্যাকাউন্ট এর মাধ্যমে আপনি চাইলে ডাচ বাংলা ব্যাংকে টাকা জমাতে পারবেন।

এবার তাহলে জেনে নেয়া যাক এই সমস্ত অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে আপনি কি রকমের কি কি সুবিধা উপভোগ করতে পারবেন।

ডাচ বাংলা ব্যাংক ডিপিএস প্লাস স্ক্রীম

প্রথমেই জেনে নেয়া যাক ডাচ বাংলা ব্যাংক ডিপোজিট প্লাস নামে যে একাউন্ট রয়েছে সে সম্পর্কে।

একাউন্টের ফিচারস

  • আপনি চাইলে এই অ্যাকাউন্ট ৩,৫,৮ এবং ১০ বছর মেয়াদের জন্য তৈরি করতে পারবেন।
  • অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে প্রতিমাসে আপনি চাইলে ৫০০ টাকা থেকে শুরু করে, ৫০০ টাকার গুণিতকে সর্বোচ্চ ৫০,০০০ টাকা জমাতে পারবেন।
  • এই একাউন্টে আপনি এট্রাক্টিভ ইন্টারেস্ট ফী করতে পারবেন।

একাউন্ট এর লাভ

এছাড়াও আপনি যদি বিভিন্ন রকমের টাকার পরিমাণ বিভিন্ন রকম মেয়াদের অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে বছর শেষে যে লাভ উপভোগ করতে পারবেন, সে সম্পর্কে একটি চার্ট নিচে দেয়া হল।

উপরে উল্লেখিত চার্টে টাকার পরিমাণ এবং নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পরে আপনি কত টাকা পাবেন তা সম্পর্কে একটি বিস্তারিত ধারনা দেয়া হয়েছে।

EMI/Tenor3 Years5 Years8 Years10 Years
50019,74735,00061,55282,064
100039,49370,000123,105164,128
150059,240105,002184,658246,192
200078,986140,003246,211328,256
250098,733175,004307,764410,320
3000118,480210,005369,317492,384
4000157,973280,007492,423656,513
5000197,467350,009615,529820,641
10000394,934700,0181,231,0591,641,282
15000592,4021,050,0271,846,5882,461,924
300001,184,8042,100,0543,639,1774,923,848
500001,974,6743,500,0906,155,2958,206,413

আপনি যদি ৫০০ টাকা থেকে শুরু করে আপনার পছন্দ অনুযায়ী যে কোন অংকের টাকা জমা রাখেন, তাহলে ৩ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ১০ বছর পরে তার পরিবর্তে যত টাকা লাভ সহকারে পাবেন এই সম্পর্কে লিস্ট উপর থেকে কালেক্ট করে নিন৷

বাচ্চাদের লেখাপড়ার ডাচ বাংলা ব্যাংক ডিপিএস বা Children Education Savings Scheme (CHESS)

এছাড়াও বাচ্চাদের লেখাপড়া ক্ষেত্রে আপনি যদি টাকা সেভ করতে চান, তাহলে Dutch Bangla Bank Dps অ্যাকাউন্ট এর মাধ্যমে টাকা চেক করতে পারেন।

একাউন্টের ফিচারস

  • একাউন্ট আপনি চাইলে সর্বনিম্ন ৩ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ১০ বছরের জন্য তৈরি করতে পারেন।
  • একাউন্টে ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০,০০০ টাকা করে প্রতিমাসে জমা রাখা যাবে।
  • একাউন্ট তৈরী করার ক্ষেত্রে খুব বেশি পরিমাণে ইন্টারেস্ট ফী পাবেন।

একাউন্টের লাভ

এছাড়াও নির্দিষ্ট মেয়াদ শেষে এই অ্যাকাউন্ট থেকে আপনি যত টাকা লাভ সহকারে পাবেন, সেই সম্পর্কিত একটি চার্ট নিচে থেকে দেখে নিন।

EMI/Tenor3 Years5 Years8 Years10 Years
50019,84435,29262,39583,493
100039,68970,585124,790166,987
150059,533105,878187,185250,480
200079,378141,171249,581333,974
250099,222176,464311,976417,467
3000119,067211,757374,371500,961
4000158,756282,343499,162667,948
5000198,445352,929623,952834,935
10000396,891705,8581,247,9051,669,871
15000595,3371,058,7881,871,8582,504,806
300001,190,6752,117,5763,743,7175,009,613
500001,984,4593,529,2936,239,5288,349,355

উপরে উল্লেখিত যে টাকার পরিমান মেনশন করা হয়েছে, সেই টাকাগুলোর উপর সরকারি ভ্যাট এবং ব্যাংকের ফী সবকিছু কেটে নেয়ার পরে আপনার জন্য প্রযোজ্য হবে।

ডাচ বাংলা ব্যাংক ডিপিএস মিলিওনিয়ার স্কিম

এছাড়াও আপনি যদি ডাচ-বাংলা ব্যাংকের ডিপিএস সিস্টেম হিসেবে, যে মিলিয়নার ডিপোজিট স্কিম রয়েছে সেই স্কিমের সাথে কানেক্ট করতে চান, তাহলে পাববেন।

একাউন্টের ফিচারস

  • যে কোনো গ্রাহক চাইলে সর্বনিম্ন ৩ বছর থেকে শুরু করে সিরিয়ালে একেবারে ১০ বছর মেয়াদ অব্দি এই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
  • প্রতি মাসে আপনার ইচ্ছামত টাকা ব্যাংক একাউন্টে ইন্সটল করতে পারবেন কিংবা জমা রাখতে পারবে।

একাউন্টের লাভ

এছাড়াও এই অ্যাকাউন্ট থেকে আপনি যে লাভ উপভোগ করতে পারবেন সেই লাভ সম্পর্কিত একটি টেবিল নিচে দেয়া হল।

3 Years4 Years5 Years6 Years7 Years8 Years9 Years10 Years
EMI/Tenor25,41018,47414,32211,5629,5988,1316,9966,092
Payment before Tax1,000,000

আশাকরি, ডাচ বাংলা ব্যাংকের যে মিলিয়নার ডিপোজিট স্কিম রয়েছে সে সম্পর্কে তথ্য জেনে নিতে পেরেছেন

ডাচ বাংলা ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম

উপরে উল্লেখিত Dutch Bangla Bank Dps সম্পর্কে জেনে নেয়ার পর, এবার আপনি যদি এখান থেকে যে কোন একটি অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে এটি কীভাবে করবেন? সে সম্পর্কে এবার জেনে নেয়া যাক।

ডাচ বাংলা ব্যাংক ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার কিছু ডকুমেন্টস এর প্রয়োজন হবে এবং একাউন্ট তৈরীর কিছু রিকোয়ারমেন্ট এর দরকার হবে।

ডিপোজিট অ্যাকাউন্ট তৈরি করার ডকুমেন্টস

  • অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমত ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করার যে একাউন্ট অপেনিং ফর্ম রয়েছে সেই ফরম সংগ্রহ করে নিতে হবে।
  • আপনি চাইলে ব্যাংক থেকে এই সমস্ত ফরম কালেক্ট করে নিতে পারবেন।
  • যে ব্যক্তি একাউন্ট তৈরি করতে চাইবে সেই ব্যক্তির বয়স সীমা অবশ্যই ১৮ বছর বা তার উর্ধ্বে হতে হবে।
  • গ্রাহক চাইলে সেভিংস একাউন্ট কারেন্ট একাউন্ট খুলেছেন, সেখান থেকে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে কিস্তিতে পরিশোধ করতে পারবেন।
  • মাসের কিস্তি আসবে সেই কিস্তির জন্য একটি নির্ধারিত দিন ধার্য করতে হবে।
  • ডিপিএস অ্যাকাউন্ট এর জন্য একজন নমিনি নির্বাচন করতে হবে।

মূলত উপরে উল্লেখিত ডকুমেন্ট যদি আপনার সাথে থাকে এবং এগুলো ভালোভাবে বুঝে নেয়ার পরে ব্যাংকের যে কোন একটি শাখায় আপনি যদি উপস্থিত হতে পারেন, তাহলে ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করার কাজ শুরু হয়ে যাবে।

আর এটি হল ডাচ বাংলা ব্যাংক ডিপিএস এর যে সিস্টেম রয়েছে, সেই Dutch Bangla Bank Dps সিস্টেম সম্পর্কে বিস্তারিত তথ্য।

এখানে আরেকটি বিষয় বলা দরকার সেটি হলঃ ডাচ বাংলা ব্যাংকের যে বাকি আরো তিনটি ডিপোজিট একাউন্ট এর কথা মেনশন করা হয়েছে, এই তিনটি একাউন্ট সম্পর্কে তথ্য আপনি ব্রাঞ্চ থেকে জেনে নিতে পারবেন।

Also Read:

Fancy Subscribe Button

Banks-bd.com এখন ইউটিউবে!!

নিত্য নতুন ব্যাংকিং রিলেটেড ইউটিউব ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top