City Bank iBanking | সিটি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং একাউন্ট

সিটি ব্যাংকের কাজ কর্ম সম্পাদনের জন্য রয়েছে City Bank iBanking কিংবা সিটি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং সুবিধা।

City Bank iBanking কিংবা সিটি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং এর সহায়তায় যে কেউ ঘরে বসেই সমস্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

আর এই আজকের আলোচনা করা হবে কিভাবে আপনি সিটি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং একাউন্ট তৈরি করবেন এবং কিভাবে ভেরিফাই করবেন সেই সম্পর্কে।

পোস্টের ভিতরে যা থাকছে

What is City Bank iBanking?

দিনে ২৪ ঘন্টা এবং সপ্তাহে ৭দিন লাগামহীন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার জন্য সিটি ব্যাংকের অধীনে যে গুরুত্বপূর্ণ সেবা বিদ্যমান রয়েছে সেটি হল City Bank iBanking.

City Bank iBanking এর মাধ্যমে ঘরে বসেই আপনি যে সমস্ত কার্যক্রম সম্পাদন করতে পারবেন, সেগুলো নিচে মেনশন করা হলো।

  • আপনার ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা, লোন সংক্রান্ত যাবতীয় ডিটেলস
  • বিল পেমেন্ট করা, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সংক্রান্ত বিষয়।
  • খুব সহজেই দেশের সমস্ত ব্যাংকের ব্যালেন্স ট্রান্সফার।
  • নিকটস্থ এটিএম বুথ সার্চ এবং এয়ার টিকেট ক্রয় করা ইত্যাদি।

এছাড়াও সিটি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং একাউন্টের মাধ্যমে আপনার সিটি ব্যাংকের ব্যালেন্স এর মিনি স্টেটমেন্ট সহ আরো অন্যান্য যাবতীয় ডিটেলস সম্পর্কে জানা সম্ভব।

ইন্টারনেট ব্যাংকিং একাউন্ট এর মাধ্যমে আপনি চাইলে নতুন চেকবুক অপেন কিংবা ক্লোজ এই দুইটি কাজ সহজেই করতে পারবেন।

সিটি ব্যাংক বলুন কিংবা অন্য যে কোন ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং সুবিধা থাকলেই ব্যাংকের সর্বাধিক সেবা নিশ্চিত করা সম্ভব হয়, যার কারণে আপনি এই সুবিধা নিতে একাউন্ট তৈরি করতে পারেন।

How to create City Bank iBanking Account?

City Bank iBanking একাউন্ট সম্পর্কে বিস্তারিত জেনে নেয়ার পরে এবার নিশ্চয়ই আপনি সিটি ব্যাংক আই ব্যাংকিং একাউন্ট কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে জানতে চান?

সিটি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং একাউন্ট তৈরি করা একেবারেই সহজ। আর কিভাবে তৈরি করবেন সে সম্পর্কে নিচে আলোচনা করা হলো।

  • একাউন্ট তৈরির জন্য প্রথমে আপনার নিকটস্থ সিটি ব্যাংকের যে কোন একটি ব্রাঞ্চে চলে যান।
  • যখন আপনি তাদেরকে এই সম্পর্কে অবগত করবেন যে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করতে চান, তখন তারা আপনাকে একাউন্ট অপেনিং ফর্ম দেবে।

আপনি চাইলে নিম্নলিখিত লিঙ্ক থেকে একাউন্ট অপেনিং ফর্ম ডাউনলোড করে নিতে পারেন, এবং তারপরে ফিলাপ করে ব্যাংকে জমা দিতে পারেন।

Account Opening Form

 

মূলত আপনার অ্যাকাউন্ট তৈরি করার প্রধান হাতিয়ার হল এই একাউন্ট অপেনিং ফর্ম এবং এই ফ্রম রিলেটেড গুরুত্বপূর্ণ ডকুমেন্টস।

অ্যাকাউন্ট তৈরি ডকুমেন্ট

  • সিটি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং যাবতীয় অ্যাড্রেস সংক্রান্ত তথ্য।
  • একটি ভ্যালিড এবং পরিপূর্ণ ভেরিফাইড ইমেইল এড্রেস, যার মাধ্যমে আপনার ইন্টারনেট ব্যাংকিং একাউন্ট খুলবেন।
  • আপনার ফোন নাম্বার।
  • একাউন্ট রিলেটেড জাতীয় পরিচয় পত্রের ডকুমেন্ট ইত্যাদি।

মূলত উপরে উল্লেখিত ডকুমেন্টস এর সমন্বয়ে আপনি যখন সিটি ব্যাংকে উপস্থিত হবেন, তখনই সিটি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং একাউন্ট তৈরির কাজ শুরু হয়ে যাবে।

একাউন্ট তৈরি করার ক্ষেত্রে সিটি ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে একটি টেম্পোরারি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। যার মাধ্যমে আপনি ইন্টারনেট ব্যাংকিং লগইন করবেন।

এই টেম্পোরারি পাসওয়ার্ডের মাধ্যমে যখন আপনি লগইন কার্য সম্পাদন করে নিবেন তখন এই পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে; অন্যথায় আপনার একাউন্ট পুরোপুরি সিকিউর হবে না।

Login

 

উপরে উল্লেখিত লিংকের মাধ্যমে আপনি সিটি ব্যাংক আই ব্যাংকিং একাউন্টে লগইন করতে পারবেন এবং তারপরে একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।

City Bank iBanking | সিটি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং একাউন্ট

আশাকরি সিটি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং সম্পর্কে যাবতীয় তথ্য এবং উপাত্ত জেনে নিতে পেরেছেন।

Fancy Subscribe Button

Banks-bd.com এখন ইউটিউবে!!

নিত্য নতুন ব্যাংকিং রিলেটেড ইউটিউব ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top