ডাচ বাংলা ব্যাংক লোন সম্পর্কে বিস্তারিত তথ্য- ২০২৪

ডাচ বাংলা ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য বিভিন্ন রকমের খাত বিদ্যমান রয়েছে। যেমন Dutch Bangla Bank Home Loan , ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন, ডাচ বাংলা ব্যাংক কার লোন।

মূলত ডাচ বাংলা ব্যাংকের একজন গ্রাহক হিসেবে আপনি চাইলে আপনার সুবিধামতো লোন সেবা উপভোগ করতে পারবেন। তবে কি রকম কাজের ক্ষেত্রে কিরকম লোন প্রযোজ্য সেগুলো দেখে নেয়া প্রয়োজন।

ডাচ বাংলা ব্যাংক থেকে আপনি চাইলে তিনটি ভিন্ন ভিন্ন খাতের জন্য তিনটি ভিন্ন ভিন্ন রকমের Loan সেবা নিতে পারবেন। তাহলে দেখে নিন এই সমস্ত লোন সেবা এবং এগুলো থেকে লোন নেওয়ার সম্পর্কে বিস্তারিত

ডাচ বাংলা ব্যাংক হোম লোন

আপনি যদি Dutch Bangla Bank Loan নেয়ার মাধ্যমে বাড়ি তৈরি করতে চান কিংবা এটি বাড়ি তৈরীর কাজে ব্যবহার করতে চান, তাহলে নিতে পারবেন।

Dutch Bangla Bank Home Loan  এর কিছু নিয়ম-নীতি বিদ্যমান রয়েছে। যেগুলো সমন্বয়ে আপনাকে ডাচ বাংলা ব্যাংক হোম লোন সেবা উপভোগ করতে হবে।

হোম লোন সেবা সম্পর্কে তথ্য

  • সর্বোচ্চ ২ কোটি টাকা অবধি লোন নেয়া সম্ভব।
  • ইন্টারেস্ট রেট সর্বোচ্চ ৮ শতাংশ
  • অন্য যেকোন ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান টেক অভার এর ক্ষেত্রে ৭.৫০ শতাংশ সুদ হার।
  • এখান থেকে লোন নিয়ে বাড়ি ফ্ল্যাট নির্মাণ কিংবা ক্রয় করতে পারবে।
  • সিটি করপোরেশন এলাকায় বাড়ি তৈরি করতে পারবে।
  • রিফাইন্যান্স এর সুবিধা।

ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন

এবার আপনি যদি ডাচ-বাংলা ব্যাংকের অধীনে Dutch Bangla Bank পার্সোনাল লোন নিতে চান, তাহলে যে সমস্ত রিকোয়ারমেন্ট এর প্রয়োজন হবে সেগুলো দেখে নিন।

  • সর্বোচ্চ ২০ লক্ষ টাকা লোন নিতে পারবেন।
  • ইন্টারেস্ট রেট ৮ শতাংশ
  • অন্য যে কোন ব্যাংক থেকে কিংবা আর্থিক প্রতিষ্ঠান থেকে take over এর ক্ষেত্রে ৭.৫০ শতাংশ সুদ
  • একদম সহজ শর্তাবলী।

ডাচ বাংলা ব্যাংক কার লোন

Dutch Bangla Bank Loan নেয়ার মাধ্যমে আপনি যদি কোন কার কিনতে চান কিংবা Dutch Bangla Bank কার লোন নিতে চান, তাহলে নিম্নলিখিত টাকার পরিমাণ অনুযায়ী লোন নিতে পারবেন।

  • সর্বোচ্চ লোনের পরিমাণ ৪০ লক্ষ টাকা।
  • সুদের হার ৮ শতাংশ
  • রি ফাইন্যান্স সুবিধা। (রেজিস্টার্ড গাড়ির পরিবর্তে ঋণ প্রদান)

লোন নেয়ার রিকোয়ারমেন্ট

আপনি যদি Dutch Bangla Bank থেকে রিটেইলার লোন নিতে চান, তাহলে যে সমস্ত রিকোয়ারমেন্ট এর প্রয়োজন হবে, সেগুলো নিচে আলোচনা করা হলো।

চাকরির রিকোয়ারমেন্ট

ব্যাংক থেকে লোন নেওয়ার ক্ষেত্রে আপনাকে যে সমস্ত চাকরির আওতাধীনে থাকতে হবে সেগুলো নিম্নরূপ মেনশন করা হলো।

  • চাকুরী।
  • ব্যবসা
  • বাসা ভাড়া।
  • ডাক্তার; প্রকৌশলী ইত্যাদি।
  • এবং অন্যান্য যে কোন বৈধ ব্যবসা।

প্রয়োজনীয় কাগজপত্র

লোন নেয়ার জন্য যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র আপনার সাথে নিয়ে যেতে হবে সেগুলো নিচে মেনশন করা হলো।

  • জাতীয় পরিচয় পত্র।
  • সদ্যতোলা এক কপি রঙিন ছবি ।
  • ব্যাংক স্টেটমেন্ট কমপক্ষে ছয় মাসের।
  • আপনার চাকরির প্রমাণাদি।
  • পার্সোনাল গ্যারান্টি প্রধান।
  • TIN/eTin ( যদি আপনার ঋণের পরিমাণ ৫ লক্ষ বা তার চেয়েও বেশি হয়)।

বয়স সীমা

  • যে ব্যক্তি লোন নিতে চায় তার সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে।
  • সর্বোচ্চ বয়সসীমা হবে গ্রাহকের অবসর নেয়ার সময় কাল।

লোন পরিশোধের নিয়ম

প্রত্যেক গ্রাহক তার লোন এর ভিত্তিতে সমপরিমাণ মাসিক কিস্তির মাধ্যমে লোন পরিশোধ করবে।

মূলত উপরে উল্লেখিত রিকোয়ারমেন্ট যদি আপনার সাথে মিলে যায় এবং আপনি যদি এই সমস্ত রিকোয়ারমেন্ট এর মধ্যে পড়েন, তাহলে আপনি ডাচ বাংলা ব্যাংকের বিভিন্ন লোন সেবা নিতে পারবেন।

আর Dutch Bangla Bank থেকে বিভিন্ন খাতের জন্য লোন নেয়ার যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে উপরে বিস্তারিত আলোচনা করা হলো।

এছাড়াও আপনি যদি Loan সংক্রান্ত যাবতীয় বিষয় গুলো পরিপূর্ণভাবে জেনে নিতে চান, তাহলে ডাচ বাংলা ব্যাংকের কাস্টমার কেয়ার নাম্বারে কল করুন।

16216

উপরে উল্লেখিত কাস্টমার কেয়ার নাম্বারে কল করার মাধ্যমে আপনি বিভিন্ন সেবা সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন।

Fancy Subscribe Button
     

Banks-bd.com এখন ইউটিউবে!!

     

নিত্য নতুন ব্যাংকিং রিলেটেড ইউটিউব ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন৷

66 thoughts on “ডাচ বাংলা ব্যাংক লোন সম্পর্কে বিস্তারিত তথ্য- ২০২৪”

  1. Shahidul Islam

    সরকারী চাকুরিজীবীর জন্য ২,০০,০০০ টাকার ৩ বছরের জন্য মাসিক কিস্তি কত টাকা?

    1. সুদের হার, মেয়াদ এবং টাকার পরিমান হিসেব করে এই সংখ্যা নির্ধারন করা হয়

      1. Dewyan MuhosinAhmmed

        সর্বনিম্নে কত দিতের জন্য লোন নিতে হয়?

        1. তা আপনার টাকার পরিমান এবং অন্যান্য বিষয়ের উপর নির্ভর করবে

    2. আমিনুল ইসলাম

      আমি আমিনুল ইসলাম।
      আমি কিছু টাকা লোন নিতে ছাই।
      একন আমি কি করতে হবে প্লিজ জানাবেন।

      1. আপনার আশেপাশে থাকা ডাচ বাংলা ব্যাংকের কোন একটি ব্রান্ঞে গিয়ে যোগাযোগ করুন..।

    1. হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন

  2. লিটন দাস

    ডাচ বাংলা ব্যাংক থেকে ছোটখাট ব্যবসায়ি ঋণ নেওয়া যাবে

      1. আমি মালয়েশিয়া প্রবাসী ৩ বছর হয়েছে আসছি এখন আমার পরিবার কি ডাচ বাংলা থেকে লোন নিতে পারবে?? দয়া করে জানাইবেন

        1. হুম অবশ্যই৷ তবে এটা নির্ভর করবে আপনার বেতনের উপরে।

  3. সাইফুল ইসলাম

    প্রবাসীদের জন্য কি ঋণের ব্যবস্থা আছে?

    1. 2000000 টাকা ৫বছরে মাসে কত টাকা কিস্তি দিতে হবে।

  4. মোঃ আমিনুল ইসলাম

    আমি ব্যবসা করি ফাণিচারের আমাকে 2 লক্ষ টাকা লোন দেয়া যাবে কি জানাবেন ধন্যবাদ

    1. জ্বী যাবে! আপনি অনুগ্রহ করে কাস্টমার কেয়ারে কল করে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

        1. ডাচ বাংলা ব্যাংকের কাস্টমার কেয়ার নাম্বার হলো: 16216

  5. Md Younus

    আমি একজন প্রবাসী আমি কিভাবে যোগাযোগ করবো।

    1. আপনি 16216 এই নাম্বারে কল করে বিস্তারিত জানতে পারবেন।

  6. আমি একটা গ্রুপ কোম্পানিতে জব করি,,,,এবং আমার ডাচ্ বাংলা ব্যাংক কে সেলারি একাউন্ট আছে,,,সে ক্ষেত্রে আমি কি 20 হাজার টাকা মত কি লোন পেতে পারি

  7. মোঃ ইমরান নাজিম

    আমি সৌদি প্রবাসি
    বাড়ি তৈরি র কাজের জন্য একটি লোন নিতে পারবো পরিমান
    ৩০০০০০ টাকা

      1. আসসালামু আলাইকুম ভাই আমি প্রবাসী আমার বেতন বাংলার ৬৫ হাজার টাকা আমি একটা জমি নিবো আমি ৫ লাখ টাকা লোন পাবো আর আমি কি
        ভাবে যোগাযোগ করবো

        1. সেজন্য 16246 এই নাম্বারে কল করুন। এবং বিস্তারিত তথ্য জেনে নিন!

  8. মোঃ রিসাদ বিশ্বাস

    আমি একটা আইটি কোম্পানিতে জব করি। আমি কি আপনাদের ব্যাংক থেকে লোন নিতে পারবো।

  9. মুহাঃ শাফিউল হক

    আমি একজন সরকারি চাকুরিজীবী। আমি তিন লক্ষ টাকা লোন নিতে চাই । লোন নেওয়ার কতদিন পর কিস্তি পরিশোধ আরম্ভ হবে ?

    1. লোন নেয়ার পরক্ষনেই আপনার কিস্তির সময় নির্ধারন করে দেয়া হবে।

  10. hm soybul islam

    একাউন্ট অন্য ব্যংকে এখন কিভাবে লোন নিতে পারি?

    1. যে ব্যাংকে একাউন্ট আছে সে ব্যাংকে যোগাযোগ করুন।

  11. shahab uddin

    স্যার
    আমি ৫ লাখ টাকা লোন নিতে চাই আমার বাড়ি বানানোর জন্য দোয়া করে আমাকে সাহায্য করবেন।
    নিয়ম নিতি গুলো যানাবেন প্লিজ

    1. লোন সংক্রান্ত বিশেষ নিয়মনীতি জানার জন্য কল করুন 16216 নাম্বারে।

  12. জাকির হোসেন

    জাকির হোসেন আমি একটা
    কনফিডেন্সে গ্রুপেয়ে জব করি আমাকে লোন দেয়া জাবে 50000taka

  13. এম আলী।

    আমি সরকারি চাকুরী করি।
    গত ৪ মাস থেকে ডাচ বাংলা ব্যাংকে বেতন হচ্ছে। পারসোনাল লোন নিতে চাই। কিভাবে পেতে পারি?

    1. আপনার পাশে থাকা ব্যাংকের ব্রান্ঞে গিয়ে যোগাযোগ করুন

  14. জান্নাত

    আমি একটা বে -সরকারি অফিস এ জব করি ।আমার বেতন মাসে ১৫,০০০ হাজার টাকা।
    আমি ১ লক্ষ টাকা লোণ নিতে চাচ্ছি । আমি কি লোণ পাব?২ বছর এর মধ্যে লোণ এর টাকা শোধ করবো।
    আমি কি লোণ পাবো?

  15. আমি আট বছর প্রবাসে ছিলাম এখন দেশে বিজনেসের জন্য কি লোন পাবো

  16. মোং মাইনুল ইসলাম

    আমি মোং মাইনুল ইসলাম,
    আমি SAMSUNG কোম্পানি তে কর্মরত আছি। আমি কি ২০০০০০৳ লোন নিতে পারবো?

    1. আপনার বেতন স্কেল এর নির্ভর করবে আপনি কত টাকা লোন নিতে পারবেন।

  17. আমি বেসরকারি এন জি ও সংস্থায় চাকুরি করি ফিল্ড ফ্যাসিলেটাটর হিসাবে।আমার ডাচ- বাংলা সেলারি এ্যাকাউন্ট আছে এবং পার্সোনাল ডেবিট কার্ড আছে।আমার বেতন ১৭৮৫০ টাকা।তাহলে আমি কি (১০০০০০) এক লক্ষ টাকা ঋণ গ্রহন করতে পারবো।যদি হয় তাহলে কি কি প্রসেজ মেইন্টেন করতে হবে আমাকে।

    1. জ্বী আপনি ১ লাখ টাকার লোন পেতে পারেন! সেজন্য আপনি যেই ব্রান্ঞ্চের অধীনে ব্যাংক একাউন্ট তৈরী করেছেন, সে ব্রান্ঞ্চে গিয়ে এ সম্পর্কে ব্যাংক সংশ্লিষ্টদের অবগত করুন।

  18. Delowar Hossain

    আমি প্রবাসী। আমার বেতন দূই লাখ টাকা। ২৬বিগা একটা জমি কিনতে চাই।১ কুটি টাকা লোন দরকার। আমি কি টাকাটা পাব? ডাকবাংলা ব্যংকে আমার একাউন্ট আছে।

  19. রেজাউল ইসলাম

    আমি স্কেভটর চালাই বেতন ২২০০০ হাজার আমি কি
    ৫০০০০০ টাকা লোন পেতে পারি

  20. জাহাঙ্গীর আলম

    আমি দশ লক্ষ টাকা লোন নিতে চাই কি ভাবে পাবো আর দেয়া যাবে

    1. ডাচ বাংলা ব্যাংকের ব্রান্চে গিয়ে যোগাযোগ করুন!

  21. Md Sohel Rana

    Amar Salary 53000/= Bank Deposit 29000/= & Cash 24000/= . Amar Onno bank er loan neya ache….Already 1 year ami niyomoto monthly kisti diye ashchi…Amar presently outstanding 520000/= .Amar salary account Ducth bangla Bank e…now amar aro loan dorkar…8 to 10 lack…. jeta takeup korbo….ei khetre apnader theke kono shubidha pete pari…but need load 8 to 10 lack.

    Thanks.
    Sohel

    1. আপনি চাইলে লোন নিতে পারবেন৷ শর্ত সাপেক্ষে। তবে সুবিধা অসুবিধা তা সবকিছু বিবেচনা করে, ব্যাংক সংশ্লিষ্টদের থেকে জেনে নিতে পারবেন, যখন আপনি লেন নিতে চাইবেন।

  22. md Mizanur Rahman

    জন্ম নিবন্ধন দিয়ে লোন নেওয়া যাবে কি

      1. হাবিবা সুলতানা

        আমি হাবিবা সুলতানা
        আমি একটা ইউনিয়ন পরিষদে উদ্যেক্তা হিসাবে কম্পিউটারে কাজ করি । কিন্তু আমার সরকার থেকে মাসি স্যালারি পাইনা । কিন্তু আমি মাসিক যে আয় করি ২০ থেকে ২৫ হাজার টাকা । কিন্তু আমি ৫ লক্ষ টাকা লোন নিতে পারি । যদি আপনাদের ব্যাংকের রোল থাকে । তাহলে জানাবেন । আমার জন্য একটু সুবিধা হইতো ।

  23. আলী আকবর

    আমি মালিকানা চাকুরি করি বাড়ি ঘর নাই তাই ঘর তোলার জন্য আমাকে লোন দেওয়া যাবে কি?

  24. md hriday

    আমি বিদেশে ব্যাবসার জন্য লোন পেতে পারি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top