সিটি ব্যাংক মোবাইল নাম্বার | City Bank Helpline

সিটি ব্যাংকের একজন গ্রাহক হিসেবে সিটি ব্যাংক থেকে সেবা পাওয়ার জন্য সিটি ব্যাংক হেল্পলাইন নাম্বার বা সিটি ব্যাংক মোবাইল নাম্বার খুবই প্রয়োজনীয় একটি।

মূলত, সিটি ব্যাংক থেকে সার্বক্ষণিক সেবা এবং সিটি ব্যাংক লিমিটেড বিভিন্ন তথ্য জেনে নেয়ার জন্য রয়েছে সিটি ব্যাংক কন্টাক্ট নাম্বার বা সিটি ব্যাংক হেল্পলাইন।

সিটি ব্যাংক হেল্পলাইন নাম্বার

সিটি ব্যাংক থেকে দিনে ২৪ ঘন্টা সপ্তাহের ৭ দিন সার্বক্ষণিক সেবা পাওয়ার জন্য রয়েছে একটি কাস্টমার কেয়ার নাম্বার রয়েছে।

কাস্টমার কেয়ার নাম্বার নিচে মেনশন করা হলো।

City Bank Customer Care Number
16234

উপরে উল্লেখিত City Bank Helpline Number ছাড়াও আপনি চাইলে আরেকটি লোকাল নাম্বারে কল করার মাধ্যমে এই ব্যাংক থেকে সার্বক্ষণিক গুরুত্বপূর্ণ তথ্য এবং সমস্যার সমাধান নিয়ে দিতে পারবেন।

Others number
88-02-8331040

ইমেইল এড্রেসঃ এছাড়াও সিটি ব্যাংকের যে ইমেইল এড্রেস রয়েছে, সেই ইমেইল এর মাধ্যমে আপনি চাইলে তাদের সাথে কানেক্টেড হতে পারবেন এবং সেবা নিতে পারবেন।

Email Address

উপরে উল্লেখিত ইমেইল এড্রেস এ আপনার যেকোনো মতামত কিংবা অভিযোগ প্রমাণ করতে পারবে

সিটি ব্যাংক হেড অফিস

এছাড়াও সিটি ব্যাংকের হেড অফিস রয়েছে, সেই হেড অফিসে গিয়ে আপনি আপনার সমস্যা সমাধান নিতে পারেন। মূলত হেড অফিস আপনার আশেপাশে অবস্থান করলে সেখানে যাওয়া সম্ভব।

সিটি ব্যাংকের হেড অফিস এর যে এড্রেসে রয়েছে সেই এড্রেস নিচে মেনশন করা হলো।

Head Office
City Bank Center 136, Gulshan Avenue, Gulshan-2 Dhaka-1212, Bangladesh Hunting numbers: 02 58813126 Fax: 02 9884446

এছাড়াও সিটি ব্যাংকের যে শেয়ার ডিপার্টমেন্ট রয়েছে, সেই শেয়ার ডিপার্টমেন্ট এর এড্রেস নিচে থেকে কালেক্ট করে নিন।

Share Department City Bank Center
11, Dilkusha C/A 1st floor, Dhaka-1000 Phone: +8802-9565925 Ext: 136, 129

মূলত উপরে যে দুইটি অ্যাড্রেস মেনশন করা হয়েছে, সেই দুটির হলো সিটি ব্যাংক হেড অফিস এবং সিটি ব্যাংকের যে শেয়ার ডিপার্টমেন্ট করেছে সেই শেয়ার ডিপার্টমেন্ট সেন্টারের অ্যাড্রেস।

এছাড়াও এই এড্রেস পাশে যেহেতু নাম্বার মেনশন করা রয়েছে, তাই আপনি অ্যাড্রেস সংক্রান্ত জটিলতায় ভোগেন তাইলে এই নাম্বারে কল করার মাধ্যমে সেবা দিতে পারবেন।

আশাকরি, City Bank Helpline Number, হেড অফিস এবং এই রিলেটেড বিভিন্ন তথ্য সম্পর্কে জেনে নিতে পেরেছেন।

Fancy Subscribe Button
     

Banks-bd.com এখন ইউটিউবে!!

     

নিত্য নতুন ব্যাংকিং রিলেটেড ইউটিউব ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন৷

4 thoughts on “সিটি ব্যাংক মোবাইল নাম্বার | City Bank Helpline”

  1. মোঃ সেলিম আখতার

    আমার নতুন একাউন্ট টি কিভাবে চালু করবো

    1. আপনার নিকটস্ত সিটি ব্যাংক ব্রান্ঞে বা শাখায় চলে গিয়ে একটিভ করে নিন৷

  2. রাকিব রানা

    আমি একটি সিটি বাংক এর ডেবিট ক্যাড নিতে চাই

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top