রূপালী ব্যাংক ডিপিএস বা মাসিক সঞ্চয় স্কিম | Rupali Bank DPS

আমাদের মধ্যে যে বা যারা রূপালী ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করে রেখেছেন, তারা রূপালী ব্যাংক ডিপিএস বা রূপালী ব্যাংকের মাসিক টাকা জমানোর স্কিম সে সম্পর্কে জেনে নিতে চান।

অর্থাৎ আপনি চাইলে রূপালী ব্যাংকে প্রতি মাসে কিছু টাকা জমানোর মাধ্যমে এই টাকাগুলো থেকে ভালো পরিমাণের মুনাফা অর্জন করতে পারবেন। যাকে বলা হয় রূপালী ব্যাংক ডিপিএস বা RMSS.

মূলত রূপালী ব্যাংকে এই যে টাকা জমানোর নিয়ম রয়েছে সেটিকে বলা হয় রূপালী ব্যাংক মাসিক স্ক্রিম বা RMSS. আর এই আর্টিকেলে মূলত Rupali Bank Dps বা RMSS সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

রূপালী ব্যাংক মাসিক সঞ্চয় স্কিম স্বপ্ন বা রূপালী ব্যাংক ডিপিএস

রূপালী ব্যাংকের ডিপিএস সিস্টেম রয়েছে, সেই ডিপিএস সিস্টেম কে মূলত বলা হয় রূপালী ব্যাংক মাসিক সঞ্চয় স্কিম স্বপ্ন। যার মাধ্যমে আপনি প্রতি মাসে রূপালী ব্যাংকে টাকা জমা রাখতে পারবেন।

এই হিসাব খোলার নিয়মাবলী

আপনি যদি এই মাসিক হিসাব খুলতে চান, তাহলে যে সমস্ত নিয়মাবলী মেনে এ অ্যাকাউন্ট তৈরি করতে হবে সে সম্পর্কে নিচে মেনশন করা হলো।

  • একাউন্ট মূলত তারাই খুলতে পারবেন যাদের বয়স ১৮ উর্ধো এবং যারা মানসিকভাবে সুস্থ।
  • যে ব্যক্তি খুলতে চায় সে ব্যক্তির ২ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয় পত্র ডকুমেন্ট এর প্রয়োজন হবে।
  • প্রতি মাসে ওই ব্যক্তি কত টাকা করে দিতে পারবেন️, তার একটি সংখ্যা স্পষ্ট করে বর্ণনা করতে হবে।
  • যে ব্যক্তি একাউন্ট খুলবে সেই ব্যক্তির হিসাব শেষ হওয়ার পরে এক যুগে টাকা গুলো দেওয়া হবে।

আর এই হল রূপালী ব্যাংকের যে মাসিক সঞ্চয় স্কিম স্বপ্ন প্রকল্প রয়েছে সেই স্বপ্ন প্রকল্প অ্যাকাউন্ট তৈরি করার বিশেষ নিয়মাবলী।

এবার তাহলে জেনে নেয়া যাক এই অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি কি রকমের সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন এবং কত বছরের মেয়াদে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।

Rupali Bank Dps বা মাসিক সঞ্চয় প্রকল্প সুযোগ-সুবিধা

আপনি যদি রূপালী ব্যাংকের যে মাসিক সঞ্চয় প্রকল্প অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট তৈরি করে নেন, তাহলে যে সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন সেগুলো নিচে মেনশন করা হলো।

  • এই সঞ্চয় অ্যাকাউন্ট যে কেউ চাইলে ২,৪,৬ বছর মেয়াদে খুলতো পারবেন।
  • সর্বনিম্ন ১,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫,০০০ টাকা অব্দি প্রতি মাসে জমা রাখতে পারবেন।
  • এছাড়াও এই অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন মেয়াদী একাউন্টের জন্য বিভিন্ন রকমের সুদ প্রযোজ্য হবে।
  • ২ বছর মেয়াদের জন্য সুদের হার ১০.৫০ শতাংশ।
  • ৪ বছর মেয়াদের জন্য সুদের হার ১০.০০ শতাংশ।
  • ৬ বছর মেয়াদের জন্য সুদের হার ৯.৫০ শতাংশ।
  • এই সঞ্চয় হিসেবে প্রতি মাসে আপনাকে টাকা জমা দিতে হবে, আপনি চাইলে নগদ,চেক কিংবা অন্য যে কোন উপায়ে টাকা জমা দিতে পারবেন।

আর এটিই হল মূলত রূপালী ব্যাংকের ডিপিএস সিস্টেম রয়েছে বা মাসিক সঞ্চয় প্রকল্প রয়েছে সেই মাসিক সঞ্চয় প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য।

আশা করি, আপনি এই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পেরেছেন।

আরো পড়ুন:

       

নিত্যনতুন ব্যাংকিং রিলেটেড ভিডিও দেখতে চান?

উচ্চমানের ব্যাংকিং রিলেটেড ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন।

4 thoughts on “রূপালী ব্যাংক ডিপিএস বা মাসিক সঞ্চয় স্কিম | Rupali Bank DPS”

  1. জাকারিয়া আজাদ

    রূপালী ব্যাংক মাসিক সঞ্চয় স্কিম স্বপ্ন বা রূপালী ব্যাংক ডিপিএস এর চার্ট সর্ম্পকে জানতে চাই আমি একটি ডিপিএস করতে চাই আপনারা যদি আমাকে ডিপিএস চার্টটি একটু ইমেইল দেন আমি উপকৃত হব।

    1. আপনার ইমেইল এড্রেস দেন। আমরা পাঠিয়ে দিচ্ছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top