আজকের টাকার রেট বাংলাদেশী টাকায়

ব্যাংকে লেনদেন করার ক্ষেত্রে কিংবা অন্য যে কোন কাজের জন্য আপনি যদি আজকের টাকার রেট 2024 সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নিতে চান, তাহলে সে সংক্রান্ত তথ্য এখান থেকে জেনে নিতে পারবেন।

সর্বশেষ আপডেট করা তথ্য অনুযায়ী আপনি যদি আজকের বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন দেশের টাকার রেট সংক্রান্ত তথ্য জেনে নিতে চান, তাহলে সেটি এখান থেকে জেনে নিন।

আজকের টাকার রেট কত?

বাংলাদেশ অভ্যন্তরে বিভিন্ন দেশের আজকের টাকার রেট কত সেই সংক্রান্ত তথ্য নিচে থেকে সংগ্রহ করে নিন।

মুদ্রা নাম ও পরিমানব্যাংক রেটএক্সচেঞ্জ রেট
আমেরিকান ১ ডলার১১৯ টাকা ৬১ পয়সা।১২৩ টাকা ২০ পয়সা।
ইউরোপের ১ ইউরো১৩১ টাকা ২২ পয়সা।১৩৫ টাকা ১৬ পয়সা।
লন্ডন ১ পাউন্ড১৫৬ টাকা ৬৬ পয়সা।১৬১ টাকা ৩৬ পয়সা।
ভারতীয় ১ রুপি১ টাকা ৪২ পয়সা।১ টাকা ৫৭ পয়সা।
ব্রুনাই ১ ডলার৯১ টাকা ৭৩ পয়সা।১০০ টাকা ৯১ পয়সা।
ব্রাজিল ১ রিয়েল২১ টাকা ৬১ পয়সা।২২ টাকা ২৫ পয়সা।
কাতার ১ রিয়াল৩২ টাকা ৮৬ পয়সা।৩৬ টাকা ১৪ পয়সা।
ওমান ১ রিয়াল৩১০ টাকা ৬৮ পয়সা।৩৪১ টাকা ৭৫ পয়সা।
সৌদি ১ রিয়াল৩১ টাকা ৮৬ পয়সা।৩৫ টাকা ০৪ পয়সা।
কুয়েত ১ দিনার৩৯০ টাকা ২৪ পয়সা।৪০১ টাকা ৯৫ পয়সা।
চীন ১ আররেন্মিন্বি১৬ টাকা ৯৫ পয়সা।১৭ টাকা ৪৬ পয়সা।
মালয়েশিয়া ১ রিঙ্গিত২৭ টাকা ৯২ পয়সা।২৮ টাকা ৭৬ পয়সা।
বাহরাইন ১ দিনার৩১৭ টাকা ৪৩ পয়সা।৩২৬ টাকা ৯৬ পয়সা।
দুবাই ১ দিরহাম৩২ টাকা ৫৭ পয়সা।৩৫ টাকা ৮২ পয়সা।
সিঙ্গাপুর ১ ডলার৯১ টাকা ৮১ পয়সা।১০০ টাকা ৯৯ পয়সা।
মালদ্বীপ৭ টাকা ৭৯ পয়সা।৮ টাকা ৫৭ পয়সা।

উপরে যে তথ্যটি আলোচনা করা হয়েছে সেটি হলো সর্বশেষ আপডেট করা তথ্য অনুযায়ী আপনাদের আজকের জন্য বাংলাদেশ অভ্যন্তরে টাকার রেট সংক্রান্ত তথ্য জেনে নিতে চান, তাহলে সেই সংক্রান্ত তথ্য।

আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে বিশ্বের প্রায় অনেকগুলো দেশের আজকের সর্বশেষ আপডেট করা মুদ্রার রেট সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়েছে।

যার কারণে আপনি হয়তো এই সম্পর্কে অবগত হয়ে গেছেন যে কোন দেশের মুদ্রার মান কত টাকা হতে পারে সেই সংক্রান্ত তথ্য আসলে কি হতে পারে।

আজকের টাকার রেট কত 2024 নিয়ে চরাচর জিজ্ঞাসা

কোন দেশের টাকার মান সবচেয়ে বেশি?

আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন পৃথিবীতে যে সমস্ত দেশ রয়েছে সে সমস্ত দেশের মধ্যে থেকে সবচেয়ে বেশি টাকার মান কুয়েত দিনার।

অর্থাৎ, পৃথিবীর সবচেয়ে বেশি মুদ্রা মানের যে দেশটি হয়েছে, সেই দেশের নাম হলো কুয়েত। যার অর্থনৈতিক অবস্থা খুবই শক্তিশালী এবং টাকার মান সেই অনুযায়ী অনেক বেশি।

পৃথিবীর কম মুদ্রা মানের দেশ কোনগুলো?

পৃথিবীতে এরকম অনেক দেশ রয়েছে যে সমস্ত দেশের মুদ্রার মান অন্যান্য দেশের তুলনায় খুবই নগণ্য হিসেবে গণ্য করা হয়।

এ ছাড়াও এ সমস্ত দেশের মুদ্রার মান বাংলাদেশের টাকার মান এর তুলনায় অনেক কম। আর পৃথিবীর সবচেয়ে কম মুদ্রা মানের দেশের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো: ইরাক ,ইরান, ইন্দোনেশিয়া ইত্যাদি।

এ সমস্ত দেশের মুদ্রার মান পৃথিবীর অন্যতম দুর্বল মুদ্রার মান হিসেবে পরিগণিত হয়৷

কখন টাকা পাঠালে সবচেয়ে বেশি লাভবান হওয়া যাবে?

একেবারেই সহজ ভাষায় বলতে গেলে টা বলতে হবে যে যখন যে কোন দেশের টাকার মান সবচেয়ে বেশি থাকবে তখন যদি আপনি টাকা পাঠান তাহলে সবচেয়ে বেশি লাভবান হবেন।

ব্যাপারটা এরকম যে, আপনি যদি আজকে কুয়েত অভ্যন্তর থেকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সর্বশেষ আপডেট করা তথ্য অনুযায়ী কুয়েত মুদ্রার রেট যদি গতকালের তুলনায় বেশী থাকে তাহলে আজকে আপনি টাকা পাঠাতে পারেন।

এতে করে আপনি যে রেট পাবেন সেই রেট পুর্বের মুদ্রার তুলনায় বেশী হবে এবং সেটি একতাবদ্ধ করলে বর্তমান সময়ে টাকার রেট যেকোনো সময়ের চেয়ে বেশি হবে।

হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো কি বৈধ?

আমাদের মধ্যে এরকম অনেকেই রয়েছেন যারা কিনা বেশি লাভের আশায় হুন্ডির মাধ্যমে টাকা পাঠাতে বাধ্য হন কিংবা টাকা পাঠানোর কথা চিন্তা-ভাবনা করতে পারেন।

আর আপনি যদি হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর চিন্তাভাবনা করে থাকেন তাহলে এই চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলতে পারেন।

কারণ, বাংলাদেশসহ বিভিন্ন দেশে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো পুরোপুরিভাবে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। সেজন্য আপনি যদি হুন্ডির মাধ্যমে টাকা পাঠান তাহলে সেটিকে অবৈধ হিসেবে বিবেচনা করা হবে।

এবং এক্ষেত্রে আপনি যদি কোন রকমের ঝুঁকির সম্মুখীন হন কিংবা কোনো রকমের সমস্যার মধ্যে পতিত হন তাহলে এই সমস্যার সম্পূর্ণ দায়ভার আপনাকে নিতে হবে।

তাই যে কোনো রকমের ঝুঁকি এড়ানোর জন্য, যখনই আপনি আজকের টাকার রেট 2024 সংক্রান্ত তথ্য জেনে নিবেন, তখন নির্দিষ্ট এক্সচেঞ্জ সেন্টারের মাধ্যমে টাকা পাঠাতে পারেন।

সর্বশেষ আপডেট করা তথ্য অনুযায়ী আজকের টাকার রেট কত সেই সংক্রান্ত যাবতীয় তথ্য উপরে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এছাড়াও আজকের টাকার রেট সংক্রান্ত কোন জিজ্ঞাসা থেকে থাকলে সেটি আমাদেরকে জানাতে পারেন।

আমরা অতি শীঘ্রই আপনার প্রশ্নের জবাব নিয়ে আপনার সামনে হাজির হব।

তথ্যসূত্র: আজকের টাকার রেট

Fancy Subscribe Button

Banks-bd.com এখন ইউটিউবে!!

নিত্য নতুন ব্যাংকিং রিলেটেড ইউটিউব ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top