সিটি ব্যাংকের একজন গ্রাহক হিসেবে সিটি ব্যাংক ডিপিএস সিস্টেম রয়েছে, সেই City Bank Dps সম্পর্কে জেনে নেয়া প্রয়োজন।
আপনি হয়তো ইতিমধ্যে এ সম্পর্কে অবগত রয়েছেন, যে সিটি ব্যাংকের বিভিন্ন রকমের ডিপিএস অ্যাকাউন্ট বিদ্যমান রয়েছে। সে সমস্ত একাউন্টে বিভিন্ন মেয়াদে টাকা জমানোর যাবে।
এছাড়াও আপনি যদি সঠিক City Bank Dps অ্যাকাউন্ট বেছে নিতে পারেন, তাহলে বছরান্তে লাভের পরিমাণ বেশি পাবেন। যার কারণে এই সিটি ব্যাংক ডিপিএস সিস্টেম সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেয়া প্রয়োজন।
এই আর্টিকেলের মূলত বিস্তারিত আলোচনা করা হবে সিটি ব্যাংক ডিপিএস সিস্টেম সম্পর্কে। যা একজন সিটি ব্যাংক সঞ্চয় গ্রাহক হিসেবে আপনার প্রয়োজনে আসবে।
পোস্টের ভিতরে যা থাকছে
সিটি ব্যাংক ডিপিএস এর প্রকারভেদ
সিটি ব্যাংকের মোট চার রকমের ডিপিএস অ্যাকাউন্ট খোলার সুযোগ সুবিধা রয়েছে। আর এই চার ধরনের একাউন্টের নাম হলঃ
- Goal Based DPS
- Insurance Backed DPS Account
- Fixed Deposit Account
- Monthly Interest Paying Fixed Deposit Account
মূলত, সিটি ব্যাংকের একজন গ্রাহক হিসেবে আপনি চাইলে উপরে উল্লেখিত ৪ ধরনের ডিপিএস অ্যাকাউন্ট এর মধ্যে থেকে যে কোন একটি ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
তাহলে আর দেরি না করে এখুনি জেনে নেয়া যাক, এই চার ধরনের ডিপিএস অ্যাকাউন্ট এর কি রকমের সুযোগ-সুবিধা এবং সুদের হার কিংবা অন্যান্য বিষয়াদি ব্যাপার রয়েছে।
Goal Based সিটি ব্যাংক ডিপিএস
আপনি যদি স্বপ্নবাজ হয়ে থাকেন, কিংবা স্বপ্ন দেখতে পছন্দ করে থাকলে এই ডিপিএস সিস্টেম এর সাথে কানেক্ট হতে পারেন। এটি কে বলা হয় স্বপ্ন পূরণের ডিপিএস বা Goal Based DPS.
ডিপিএস এর ফিচারস
- যে কোনো গ্রাহক চাইলে সর্বনিম্ন ৬ মাস থেকে শুরু করে সর্বোচ্চ ১২০ মাস মেয়াদী ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
- প্রতিমাসে আপনি চাইলে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জমা রাখতে পারবেন।
- এছাড়াও আপনি আপনার পছন্দমত যেকোনো একটি তারিখ ধার্য করতে পারবেন, টাকা জমা রাখার জন্য।
যোগ্যতা এবং ইন্টারেস্ট রেট
- সিটি ব্যাংকের সাথে সম্পৃক্ত যে ব্যক্তির কারেন্ট কিংবা সেভিংস একাউন্ট রয়েছে, সেই ব্যক্তিই একাউন্ট তৈরী করতে পারবেন।
- বয়স সীমা সর্বনিম্ন ১৮ বছর হতে হবে।
- বাংলাদেশি বাসিন্দা হতে হতে।
এই অ্যাকাউন্ট তৈরি করার যে ইন্টারেস্ট রেট করেছে, সেই ইন্টারেস্ট রেট সম্পর্কিত একটি চার্ট নিচে দেয়া হল।
ইন্টারেস্ট রেট
06 Months to 12 Months | 6.50% |
13 Months to 24 Months | 7.00% |
25 Months to 36 Months | 7.50% |
37 Months to 120 Months | 8.00% |
যদি বিভিন্ন সময় সীমার মধ্যে আপনি যদি এই ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে যেরকম ইন্টারেস্ট রেট উপভোগ করতে পারবেন সেটা উপরের চার্টে বর্ণনা করা হয়েছে।
সিটি ব্যাংক ডিপিএস Insurance Backed
এছাড়াও আপনার পরবর্তী প্রজন্মের জন্য আপনি যদি ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করার ইচ্ছা পোষণ করেন তাহলে এই Insurance Backed DPS Account আপনার জন্য উপযুক্ত
একাউন্টের ফিচারস
- যে কোনো গ্রাহক চাইলে ৫,১০,১৫,২০ এই সময়সীমার মধ্যে এই ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
- প্রতি মাসে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জমা রাখা যাবে।
- এছাড়াও আপনার পছন্দমত তারিখ নির্ধারণ করতে পারবেন।
যোগ্যতা এবং ইন্টারেস্ট রেট
- City Bank Dps খোলার জন্য বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর হতে হবে।
- ব্যক্তিকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে।
- যার সিটি ব্যাংকে কারেন্ট একাউন্ট কিংবা সেভিংস একাউন্ট রয়েছে সেই ব্যক্তি একাউন্ট খোলার সুবিধা পাবেন।
বিভিন্ন মেয়াদের জন্য টাকা জমানোর ক্ষেত্রে যেরকম ইন্টারেস্ট রেট প্রযোজ্য হবে সেগুলো সম্পর্কে উপরে উল্লেখিত চারটে বিস্তারিত মেনশন করা হলো
সিটি ব্যাংক ডিপিএস Fixed Deposit
এছাড়াও আপনি যদি ফিক্সড ডিপোজিট একাউন্ট তৈরী করতে চান, তাহলে সিটি ব্যাংকের মাধ্যমে ফিক্সট ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
ডিপিএস অ্যাকাউন্ট এর ফিচারস
- সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে শুরু করে আপনার পছন্দ অনুযায়ী যে কোন অংকের টাকা জমা রাখতে পারবেন।
- এই ফিক্সড ডিপোজিট একাউন্ট এর মেয়াদ ১ মাস থেকে সর্বোচ্চ ৩ বছর।
- এছাড়াও এই ডিপিএস অ্যাকাউন্ট এ লোন ফেসিলিটি উপভোগ করতে পারবেন।
একাউন্ট তৈরীর ডকুমেন্টস এবং যোগ্যতা
- যে ব্যক্তি একাউন্ট খুলবে তার বয়স কমপক্ষে ১৮ বছরের মধ্যে হতে হবে।
- ব্যক্তিকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে।
- একাউন্ট তৈরি করার জন্য ন্যাশনাল আইডি কার্ড বার্থ সার্টিফিকেট কিংবা পাসপোর্ট এর প্রয়োজন হবে।
- যে ব্যক্তি অ্যাকাউন্ট তৈরি করতে চাই সে ব্যক্তির সদ্য তোলা ২ কপি ছবি লাগবে।
- নমিনি নির্বাচিত ব্যক্তির এনআইডি কার্ড/ বার্থ সার্টিফিকেট/ পাসপোর্ট ইত্যাদি প্রয়োজন হবে।
- নমিনী নির্বাচিত ব্যক্তি ১ কপি ছবি প্রয়োজন হবে।
- এছাড়াও আয় করার ডকুমেন্টস এর প্রয়োজন হবে।
- ই- টিন সার্টিফিকেট এর প্রয়োজন হবে।
এই ফিক্সড ডিপোজিট একাউন্ট তৈরি করার ক্ষেত্রে উপরে উল্লেখিত ডকুমেন্টস এর প্রয়োজন হবে।
ইন্টারেস্ট রেট
এছাড়াও এই একাউন্টের জন্য বিভিন্ন মেয়াদে ইন্টারেস্ট রেট রয়েছে। সে ইন্টারেস্ট সম্পর্কে নিচে একটি চার্ট দেয়া হলো।
1 (one) Month | 1.50% |
90 Days | 2.50% |
91 Days | 2.50% |
92 Days | 2.50% |
3 (Three) Months | 2.50% |
180 Days (Below 20 crore) | 3.00% |
180 Days (20 Crore and Above) | 3.00% |
182 Days | 3.00% |
6 (Six) Months | 3.00% |
335 Days | 3.50% |
365 Days(below 1 core) | 4.00% |
365 Days (1 core & Above) | 3.50% |
362 Days | 3.50% |
1 (One) Year | 3.50% |
02 (Two) Years | 4.00% |
03 (Three) Years | 4.00% |
আশাকরি, ফিক্সট ডিপোজিট একাউন্ট ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট রেট সম্পর্কে জেনে নিতে পারেন।
Monthly Interest Paying Fixed Deposit Account
এছাড়াও প্রতি মাসের জন্য ইন্টারেস্টিং যে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট রয়েছে, সেই ডিপোজিট একাউন্ট আপনি চাইলে সিটি ব্যাংকের অধীনে তৈরি করতে পারবেন।
একাউন্ট তৈরীর ফিচারস
- একাউন্ট আপনি চাইলে ৬ মাস থেকে শুরু করে সর্বোচ্চ ৫ বছরের জন্য তৈরি করতে পারবেন।
- একাউন্টে প্রতিমাসে ৫০,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনার পছন্দ অনুযায়ী টাকা রাখতে পারবেন।
একাউন্ট তৈরীর যোগ্যতা এবং ইন্টারেস্ট
- যে ব্যক্তি একাউন্ট তৈরি করবে তার বয়স কমপক্ষে ১৮ বছরের মধ্যে হতে হবে।
- ব্যক্তিকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে।
- যে ব্যক্তি এই ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করবে তার সিটি ব্যাংকের অধীনে একটি কারেন্ট কিংবা সেভিংস একাউন্ট তৈরি করা থাকতে হবে।
এছাড়া ওই অ্যাকাউন্টের জন্য যে ইন্টারেস্ট রেট রয়েছে সে ইন্টারেস্ট রেট সম্পর্কে একটি চার্ট নিচে দেয়া হল।
Monthly Interest Paying FD | |
---|---|
6 (Six) Months | 3.00% |
1 (One) Year | 3.50% |
2 (Two) Years | 4.00% |
3 (Three) Years | 4.00% |
5 (Five) Years | 4.00% |
আর এটি হল মূলত সিটি ব্যাংক ডিপিএস অ্যাকাউন্ট এর যে ৪টি প্রকারভেদ রয়েছে সেই চারটি প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত আলোচনা।
আশাকরি City Bank Dps অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পেরেছেন।
Banks-bd.com এখন ইউটিউবে!!
নিত্য নতুন ব্যাংকিং রিলেটেড ইউটিউব ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন৷