আমাদের মধ্যে এরকম অনেককে পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবহারকারী রয়েছেন যারা কিনা Palli sanchay bank Dps সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে চান।
আর আপনি যদি পল্লী সঞ্চয় ব্যাংক ডিপিএস ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে চান, তাহলে এই আর্টিকেলটি একদম শেষ পর্যন্ত দেখে নিন এবং জেনেনিন Palli sanchay bank Dps সম্পর্কে।
পোস্টের ভিতরে যা থাকছে
Palli sanchay bank Dps এর প্রকারভেদ
আপনি চাইলে বিভিন্ন খাতের জন্য পল্লী সঞ্চয় ব্যাংকের সঞ্চয়ী আমানত তৈরি করতে পারবেন আর সে সমস্ত খাতগুলো নিচে মেনশন করা হলো।
- বিশেষ সঞ্চয়ী আমানত
- সঞ্চয়ী আমানত
- সামাজিক নিরাপত্তা সঞ্চয়ী আমানত
- স্কুল ব্যাংকিং বা শিক্ষার্থী আমানত
- মেয়াদি আমানত
- পল্লী সঞ্চয় পেনশন স্কিম
- চলতি আমানত
উপরে উল্লেখিত প্রত্যেকটি খাতের জন্য আপনি চাইলে পল্লী সঞ্চয় ব্যাংকের সঞ্চয়ী আমানত কিংবা ডিপিএস সিস্টেম রয়েছে,সে সিস্টেমে টাকা জমাতে পারবে না।
বিশেষ সঞ্চয়ী আমানত
সমিতির প্রতি সদস্যের জন্য এটি একটি আবশ্যকীয় সঞ্চয়ী আমানত।
সদস্য হওয়ার সাথে সাথেই সঞ্চয় বাবদ ১০ টাকা জমা দিয়ে এই হিসাব খুলতে পারবেন।
এই আমানতের ৫% হারে সুদ প্রদান করা হবে। যা প্রতি ৬ মাস পর জুন মাসে ৩০ তারিখ বা ৩১ ডিসেম্বর তারিখে স্বয়ংক্রিয়ভাবে জমা হবে।
সঞ্চয়ী ডিপিএস
সমিতির সদস্য গণ প্রতিদিন দুই টাকা করে সমিতির সঞ্চয় এর পাশাপাশি আবশ্যিক বিষয় সঞ্চয়ী হিসাবে অতিরিক্ত এবং পরিবারের সদস্যগণ এটা খুলতে পারবেন।
যেকোনো আমানতদারী চাইলে নিজের ইচ্ছামত লেনদেন করতে পারবেন।
এই আমানতের সুদের হার শতকরা ৪%
সামাজিক নিরাপত্তা সঞ্চয়ী আমানত
সামাজিক নিরাপত্তা বেষ্টনী আওতাভুক্ত ব্যক্তিগণ মাত্র, ১০ টাকা দেয়ার মাধ্যমে ব্যাংকের যেকোন শাখা হিসাব খুলতে পারবেন।
তাদের প্রাপ্য ভাতার টাকা জমা রাখতে পারবেন এবং বিপদাপদে তুলতে পারবেন। এই একাউন্টে ৬% হারে সুদ প্রদান করা হবে।
শিক্ষার্থীর সঞ্চয়ী আমানত
ব্যাংকের শাখায় পর্যায়ের স্কুল-কলেজের শিক্ষার্থী গন, যেকোনো বয়সের শিক্ষার্থীগণ ১০ টাকা দিয়ে এই হিসাব তুলতে পারবেন।
এছাড়াও তাদের ইচ্ছামতো টাকা জমা রাখতে পারবেন।
৫% হারে সুদ প্রদান করা হয়।
মেয়াদি আমানত
১০০০ টাকা কিংবা এর গুণিতক এর যে কোন পরিমাণ এর টাকা দিয়ে ৩ মাস ৬ মাস এবং ১-৫ বছর এর জন্য এই আমানত তৈরি করতে পারবেন।
Palli sanchay bank Dps জন্য নিম্নলিখিত সুদ প্রযোজ্য হবে
- ৩ মাস থেকে ১ বছর মেয়াদের জন্যঃ সুদের হার ৫%
- ৩ বছর মেয়াদী একাউন্টের জন্যঃ সুদের হার ৫.২৫%
- ৫ বছর মেয়াদের জন্যঃ ৫.৫০%
পল্লী সঞ্চয় স্কিম
আপনি যদি পল্লী সঞ্চয় ব্যাংকে একটি ৫ বছর মেয়াদী ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে সেটি হবে পল্লী সঞ্চয় স্কিম ডিপিএস অ্যাকাউন্ট।
এই ডিপিএস অ্যাকাউন্ট এ আপনি চাইলে ১০০ টাকা থেকে শুরু করে ১০০ এর গুণিতক হিসেবে আপনার পছন্দমত টাকা জমা রাখতে পারবেন।
একাউন্টে সুদের হার হবে ৬%।
এবার আপনার জমানো টাকার উপর ভিত্তি করে আপনি ৫ বছর পরে নির্দিষ্ট পরিমাণ টাকা লাভ সহকারে পেতে পারেন।
চলতি আমানত
এছাড়া পল্লী সঞ্চয় ব্যাংকের ডিপিএস হিসেবে হিসাবে, চলতি আমানত ডিপিএস সিস্টেম টাকা জমা রাখতে পারবে।
বলাবাহুল্য এই আমানতে কোন রকমের সুদ প্রদান করা হবে না।
Palli sanchay bank Dps একাউন্ট খোলার ডকুমেন্টস
এছাড়াও আপনি যদি এ সমস্ত ডিপিএস অ্যাকাউন্ট কিংবা আমানত একাউন্ট তৈরী করতে চান, তাহলে যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন হবে সেগুলো সম্পর্কে নিচে থেকে জেনে নিন।
পল্লী সঞ্চয় ব্যাংকের ডিপিএস সিস্টেম রয়েছে সেই ডিপিএস সিস্টেমগুলোতে অ্যাকাউন্ট তৈরি করার জন্য যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন হবে সে সমস্ত রকমের মূলত একই ধরনের।
অর্থাৎ একই ডকুমেন্ট এর সহায়তায় আপনি বিভিন্ন রকমের ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
- ব্যাংকের নির্ধারিত হিসাব খোলার ফরম ও স্বাক্ষর কার্ড পূরণের মাধ্যমে হিসাব খুলতে হবে।
- হিসাব খোলার সময় দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
- ব্যাংকের সদস্য নন তাদের ক্ষেত্রে হিসাব খোলার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের ফটোকপির মোবাইল নাম্বার দিতে হবে।
- সদস্য এবং অন্যান্যরা ১০ টাকা দিয়ে হিসাব খুলতে হবে সকল প্রকার হিসাবের জন্য তাকে জানার জন্য বিস্তারিত তথ্য ফরম পূরণ করতে হবে
Also Read:
মূলত, উপরে উল্লেখিত ডকুমেন্টস এর সহায়তায় আপনি সহজেই পল্লী সঞ্চয় ব্যাংকে ডিপিএস হিসেবে ক্ষ্যাত, একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
Palli sanchay bank Dps উত্তোলন সংক্রান্ত বিষয়
এছাড়াও পল্লী সঞ্চয় ব্যাংকে ডিপিএস রয়েছে সেই ডিপিএস অ্যাকাউন্ট এ জমাকৃত টাকা উত্তোলন করার ক্ষেত্রে যে সমস্ত নিয়ম নীতি অনুসরণ করা হবে সেগুলো সম্পর্কে নিচে থেকে দেখে নিন।
- আমানতকারীরা নগদ টাকা অথবা চেক এর মাধ্যমে টাকা নিতে পারবেন।
- উত্তোলিত টাকার পরিমাণ পাস বইয়ের যথাস্থানে এন্ট্রি দিয়ে ব্যালেন্স থেকে স্বাক্ষর দিতে হবে।
- সর্বনিম্ন ১০০ টাকা ব্যালেন্স রেখে বাকি টাকা উত্তোলন করা যাবে।
- হিসাব বন্ধ করতে চাইলে ১০০ টাকা সার্ভিস চার্জ বাবদ রেখে বাকি টাকা প্রদান করা হবে।
আর পল্লী সঞ্চয় ব্যাংক ডিপিএস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা দরকার সে সমস্ত তথ্য সম্পর্কে আশা করি আপনি এবার বিস্তারিত জেনে নিতে পেরেছেন।
Banks-bd.com এখন ইউটিউবে!!
নিত্য নতুন ব্যাংকিং রিলেটেড ইউটিউব ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন৷