আমাদের মধ্যে যে বা যাদের ব্যাংকে একটি অ্যাকাউন্ট রয়েছে, তাদের কাছে ব্যাংক এশিয়া ডিপিএস সম্পর্কে জেনে নেয়া অত্যাবশ্যকীয়।
অর্থাৎ কেউ যদি ব্যাংক এশিয়া মাধ্যমে টাকা সঞ্চয় করতে চায় এবং সময় সীমার পরে অধিক মুনাফা অর্জন করতে চায়, তাহলে Bank Asia Dps সিস্টেম তার জন্য এক অনন্য সহযোগিতা।
আজকের এই আর্টিকেলের মূলত আলোচনা করা হবে, ব্যাংক এশিয়া ডিপিএস সিস্টেম সম্পর্কে। এ সম্পর্কে জেনে নিতে পারলে আপনি ব্যাংক এশিয়া সঞ্চয় ও ঋণদান সিস্টেম সম্পর্কে জেনে নিতে পারবেন।
পোস্টের ভিতরে যা থাকছে
ব্যাংক এশিয়া ডিপিএস
আপনি যদি ব্যাংক এশিয়া ডিপিএস সিস্টেম মাধ্যমে টাকা সঞ্চয় করতে চান, তাহলে যে সমস্ত ডকুমেন্টস এ রিকোয়ারমেন্ট এবং অন্যান্য ফিচার রয়েছে সেগুলো সম্পর্কে জেনে নেয়া প্রয়োজন।
তাহলে আর দেরি না করে এখনি এই রিলেটেড বিভিন্ন তথ্য শেয়ার করা যাক।
Bank Asia Dps এর ফিচারস
- টাকা জমানোর ক্ষেত্রে আপনি অ্যাট্রাক্টিভ ইন্টারেস্ট রেট উপভোগ করতে পারবেন।
- এছাড়াও টাকা জমানোর ক্ষেত্রে কোনো রকমের গোপন চার্জ প্রযোজ্য হবে না।
- SOD লোন ফেসিলিটি উপভোগ করতে পারবেন।
- টাকা জমা দেয়ার ক্ষেত্রে কোনো রকমের অনলাইন চার্জ প্রযোজ্য হবে না। অর্থাৎ মাসিক সঞ্চয় সময় অনলাইন চার্জ বাবদ কোন টাকা খরচ হবে না।
- এছাড়াও কাস্টমার চার্জ ফ্রি সেভিংস একাউন্ট উপভোগ করতে পারবেন।
- আপনি চাইলে ৩,৫,৭,১০ এবং সর্বোচ্চ ১২ বছরের জন্য টাকা জমাতে পারবেন।
- সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০ হাজার টাকা মাসে সঞ্চয় করতে পারবেন।
যে সমস্ত ডকুমেন্টস লাগবে
- একটি একাউন্ট অপেনিং ফর্ম এর প্রয়োজন হবে।
- যে ব্যক্তি একাউন্ট তৈরি করবে তার ফটো/ আইডি/ নেশনাল আইডি কার্ড/ পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স এবং নমিনি এর প্রয়োজন হবে।
- অ্যাড্রেস এর সত্যতা যাচাই করার জন্য যেকোন ডকুমেন্টস এর প্রয়োজন হবে।
- যদি প্রয়োজন হয় তাহলে ই-টিন সার্টিফিকেট এর দরকার পড়বে।
- তাদের নিয়ম নীতি এবং কন্ডিশন সম্পর্কে একমত পোষণ করতে হবে।
- আর উপরে উল্লেখিত ডকুমেন্ট অনুযায়ী আপনি চাইলে খুব সহজে Bank Asia Dps অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
ব্যাংক এশিয়া ডিপিএস লাভ
এছাড়া আপনি যদি বিভিন্ন মেয়াদী ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে যেরকম লাভ এর সম্মুখীন হবেন সেই সম্পর্কে একটি চার্জ নিচে দেয়া হল।
ব্যাংক এশিয়া ডিপিএস লাভ | |||||
Monthly Saving | 3 years | 5 years | 7 years | 10 years | 12 years |
500 | 19,000 | 33,500 | 50,000 | 82,000 | 110,000 |
1,000 | 38,000 | 67,000 | 100,000 | 164,000 | 220,000 |
2,000 | 76,000 | 134,000 | 200,000 | 328,000 | 440,000 |
3,000 | 114,000 | 201,000 | 300,000 | 492,500 | 660,000 |
4,000 | 152,000 | 268,000 | 400,000 | 656,000 | 880,000 |
5,000 | 190,000 | 335,000 | 500,000 | 820,000 | 1,100,000 |
8,000 | 304,000 | 536,000 | 800,000 | 1,312,000 | 1,760,000 |
10,000 | 380,000 | 670,000 | 1,000,000 | 1,640,000 | 2,200,000 |
উপরে উল্লেখিত চার্টে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে আপনি প্রতি মাসে কত টাকা করে জমা রাখলে বছরান্তে কত টাকা লাভ পাবেন এই সম্পর্কে বিস্তারিত।
যেহেতু আপনি চাইলে ৩,৫,৭,১০ এবং ১২ বছরের জন্য একটি ডিপিএস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে এই ভিন্ন ভিন্ন মেয়েদের জন্য ভিন্ন ভিন্ন রকমের সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন।
এছাড়াও আপনি যদি আপনার ডিপোজিট একাউন্টে ৫০০,১০০০,২০০০ থেকে শুরু করে ১০,০০০ অব্দ জমা রাখেন, তাহলে কি রকম সুবিধা পাবেন সেটাও জেনে নিতে পারবেন।
পরিশেষে এটাই বলা যায় যে, ব্যাংক এশিয়া ডিপিএস সিস্টেম রয়েছে এর সুযোগ সুবিধা অনেক এবং আপনার পছন্দ অনুযায়ী নিম্ন পরিমাণ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ টাকার এখানে জমা দিতে পারবেন।
তবে আপনি যদি টাকা জমা রাখার সময়সীমা বা সঞ্চয় করার সময়সীমা বৃদ্ধি করেন, তাহলে ডিপিএস অ্যাকাউন্ট এর মেয়াদ শেষ হওয়ার পরে আপনি বেশি সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন।
Banks-bd.com এখন ইউটিউবে!!
নিত্য নতুন ব্যাংকিং রিলেটেড ইউটিউব ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন৷
আমি এই চার্ট এর একটা জিনিস বুঝিয়ে নেয়ার জন্য অনুরোধ করছি । উপরোক্ত চার্টে শুধু মাত্র সুদ কত পাব এটা বলা হয়েছে নাকি সুদাসলে ঐ টাকা পাওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ আমি ৫০০ টাকা করে ৩ বছর রাখলে ১৮,০০০/- টাকা জমা হবে । এই আসল ১৮,০০০ ও সুদ ১০০০ সহ (১৮০০০+১০০০)=১৯,০০০/- টাকা ফেরত পাব নাকি (১৮০০০+১৯০০০)= ৩৭,০০০/- টাকা ফেরত পাব।
চার্টে সুদে আসল সবকিছু মিলিয়ে হিসাব করে বলা হয়েছে। তবে ব্যাংক কতৃক এটা নিয়ন্ত্রিত এবং এটা যেকোন সময় পরিবর্তিত হতে পারে।