নমিনির টাকা তোলার নিয়ম ও স্বত্বাধিকারী টাকা তোলার নিয়ম

কোন কারণে যদি ব্যাংক হোল্ডার মৃত্যুবরণ করেন তাহলে ব্যাংক একাউন্টে জমাকৃত টাকা কিভাবে তুলবেন কিংবা নমিনির টাকা তোলার নিয়ম অথবা উত্তরাধিকারসূত্রে টাকা তোলার নিয়ম সম্পর্কে এখান থেকে জেনে নিতে পারবেন।

ব্যাংক একাউন্ট হোল্ডার মৃত্যুবরণ করার পরে নমিনি হিসেবে কিংবা আপনি যদি ব্যাংক একাউন্ট হোল্ডার এর উত্তরাধিকারী হয়ে থাকেন, সেই হিসাবে যদি টাকা তুলতে চান তাহলে কিভাবে টাকা তুলবেন?

নমিনির টাকা তোলার নিয়ম

যেকোনো একটি ব্যাংকে একাউন্টে যদি আপনাকে নমিনি হিসেবে নির্বাচন করা হয় এবং তারপরে সেই ব্যাংক একাউন্ট হোল্ডার যদি মৃত্যুবরণ করেন তাহলে নমিনির হিসেবে টাকা তোলার নিয়ম নিচে আর মেনশন করা হলো।

নমিনি হিসেবে টাকা তুলতে হলে আপনাকে বেশ কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে এবং বেশ কিছু কাগজপত্র সংগ্রহ করে তারপরে ব্যাংক টাকা তোলার কাজে এগিয়ে যেতে হবে ।

  • সর্বপ্রথম নমিনীকে টাকা উত্তোলনের জন্য আবেদন করতে হবে।
  • মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেটের প্রয়োজন হবে। যাতে এটা প্রমাণ করা যায় মৃত ব্যক্তি আসলেই গত হয়েছেন।
  • নমিনির ২ কপি সত্যায়িত ছবি এর প্রয়োজন হবে।
  • নমিনির জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এর প্রয়োজন হবে।
  • ব্যাংকের দুজন গ্রাহক বা এলাকার চেয়ারম্যান বা
  • ব্যাংকের ২ জন অফিসার কর্তৃক নমিনীকে সত্তায়ন কর‌তে হ‌বে।
  • ব্যাংকের দুজন গ্রাহকের সাথে যৌথভাবে নমিনী কর্তৃক ইনডেমনিটি প্রদান করতে হবে।

যদি উপরে উল্লেখিত কতগুলো সত্যতা যাচাই করা যায়, তাহলে ব্যাংক কর্তৃক নমিনি টাকা উত্তোলন করতে পারবেন।

এক্ষেত্রে আপনাকে অবশ্যই উপরে উল্লেখিত তথ্যগুলো সত্যায়িত করতে হবে এবং এগুলো সত্যতা যাচাই করতে পারলেই অ্যাকাউন্ট হোল্ডার মৃত্যুবরণ করার পরে আপনি নমিনি হিসেবে টাকা তুলতে পারবেন।

উত্তরাধিকারসূত্রে টাকা তোলার নিয়ম

এবার আপনি যদি নমিনি না হয়ে উত্তরাধিকারসূত্রে টাকা তুলতে চান, তাহলে সেই উত্তরাধিকারসূত্রে টাকা তোলার নিয়ম কি হতে পারে?

অর্থাৎ, নমিনি হিসেবে নির্বাচন কৃত ব্যক্তি যদি কোনো সমস্যা দেখা দেয় কিংবা আপনি যদি নমিনি হিসেবে নির্বাচন কৃত ব্যক্তি টাকা না তুলেন, তাহলে সে ক্ষেত্রে কিভাবে আপনি টাকা তুলবেন?

এক্ষেত্রে আপনি যদি উত্তরাধিকারসূত্রে টাকা তুলতে চান, তাহলে আপনাকে যে সমস্ত পদক্ষেপ অনুসরণ করতে হবে কিংবা যে সমস্ত কাগজপত্র সংগ্রহ করে টাকা তুলতে হবে সেগুলো নিচে বর্ণনা করা হলো।

  • সকল ওয়ারিশদের সত্যায়িত ছবি এর প্রয়োজন হবে।
  • হাসপাতাল থেকে মৃত ব্যক্তি ডেথ সার্টিফিকেট সংগ্রহ করা।
  • কোর্ট কর্তৃক প্রদত্ত ওয়া‌রি‌সদের তা‌লিকা। কিংবা সাকসেশান সার্টিফিকেট সংগ্রহ করে নেয়া।
  • স্টা‌ম্পের উপরে Indemnity ও Surety Bond দেওয়া।
  • ১ম শ্রেনীর ম্য‌া‌জিস্ট্রেট আদাল‌তে হলফনামা।

উপরে উল্লেখিত তথ্যগুলো ছাড়াও তথ্য হিসেবে আরো যে সমস্ত তথ্যের প্রয়োজন হবে, সেগুলো নিচে দেওয়া হল।

  • স্থানীয় চেয়ারম্যান এর পরিচিতি পত্র সত্যায়ন এবং সেখান থেকে স্বাক্ষর সত্যায়ন করতে হবে।
  • ২০০ টাকা মূল্যের এডহেসিভ কিংবা বিশেষ আঠালো যুক্ত স্টাম্পের প্রয়োজন হবে।
    নমিনি কর্তৃক দরখাস্ত এর প্রয়োজন হবে। যাতে করে এটা সত্যতা যাচাই করা যায় যে উত্তরাধিকারী টাকা তোলার জন্য পুরোপুরি ভাবে প্রস্তুত।
  • এক্ষেত্রেও নমিনির ২ কপি ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি এর প্রয়োজন হবে।

এবং তারপর একদম সর্বশেষে ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি কর্তৃক যদি টাকা পাওয়ার জন্য আবেদন করা হয়ে থাকে তাহলে উত্তরাধিকারসূত্রে যে ব্যক্তি রয়েছেন সেই ব্যক্তি মৃত ব্যক্তির একাউন্ট থেকে টাকা তুলতে পারবেন।

আর উপরে উল্লিখিত উপায়ে আপনি চাইলে খুব সহজেই যেকোনো অ্যাকাউন্ট হোল্ডার মৃত্যুবরণ করার পরে আপনি একজন নমিনি হিসেবে কিংবা একজন স্বত্বাধিকারী হিসেবে ব্যাংক একাউন্ট থেকে টাকা তুলতে পারবেন।

Fancy Subscribe Button
     

Banks-bd.com এখন ইউটিউবে!!

     

নিত্য নতুন ব্যাংকিং রিলেটেড ইউটিউব ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top